কাবুলে গুরুদ্বারের সামনে বিস্ফোরণ, গভীর উদ্বেগ প্রকাশ করল ভারত

 ফের বিস্ফোরণে (Blast) কেঁপে উঠল আফগানিস্তানের রাজধানী কাবুল (Kabul)। সেখানকার বাটখাক স্কোয়ারে একটি গুরুদ্বারের (Gurdwara) সামনে শনিবার সকালে বিস্ফোরণ ঘটেছে। বেশ কয়েক রাউন্ড গুলি চলার শব্দ পাওয়া গিয়েছে বলেও খবর।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই গুরুদ্বারে সেই সময়ে ১৬ জন ছিলেন। তবে হতাহতের সংখ্যা নিয়ে সকাল পৌনে এগারোটা পর্যন্ত সঠিক ভাবে কিছু জানা যায়নি।

কাবুলে গুরুদ্বারে বিস্ফোরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ভারত। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়েছে, গোটা ঘটনার উপর আমরা নিবিড় নজর রাখছি। প্রতি মুহূর্তের পরিস্থিতির খোঁজ নেওয়া হচ্ছে।

ওয়াশিংটন তার প্রতিক্রিয়ায় জানিয়েছে, আফগানিস্তানের দখল নেওয়া তালিবান সরকার নাগরিক নিরাপত্তাকে সুনিশ্চিত করুক। পরপর এই ধরনের ঘটনা খুবই উদ্বেগজনক।

গত ১১ জুন কাবুলে জোড়া বিস্ফোরণের ঘটনা ঘটেছিল। জখম হয়েছিলেন ৩৫ জন নাগরিক। তাঁদের মধ্যে চার জন বিদেশি বলে খবর পাওয়া গিয়েছিল। দু’দিন আগে কাবুল শহরেই দুটি মোটরসাইকেল বোঝাই বিস্ফোরক উদ্ধার হয়েছিল। তারপর ফের শনিবার বিস্ফোরণ ঘটল গুরুদ্বারের সামনে।

জানা গিয়েছে, যে এলাকায় এই গুরুদ্বারটি সেটি একটি ব্যস্ত রাস্তা। ঘন জনবসতিপূর্ণ হওয়ায় হতাহত হওয়ার আশঙ্কা রয়েছে। খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news