ইরান সফরে কাজাখ প্রেসিডেন্ট; ৯ স্মারক সই

ইসলামী প্রজাতন্ত্র ইরান ও কাজাখস্তানের মধ্যে নয়টি সমঝোতা ও সহযোগিতা স্মারক সই হয়েছে। এ সময় দুই দেশের প্রেসিডেন্ট উপস্থিত ছিলেন। কাজাখস্তানের প্রেসিডেন্ট কাসেম জুমার্ত তোকায়েভ আজ (রোববার) ইরান সফরে এসেছেন।

তেহরানে পৌঁছে তিনি ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যৌথ বিবৃতিতে সই করেন।

এর আগে তারা বৈঠক করেন এবং দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয়াদি নিয়ে কথা বলেন। আজই দুই দেশের প্রেসিডেন্ট যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন।

এ সময় ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্যিক লেনদেন তিনশ' কোটি ডলারে উন্নীত করা সম্ভব। তিনি আজ এবং অতীতে স্বাক্ষরিত চুক্তিগুলো বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, কাজাখ প্রেসিডেন্টের সঙ্গে আজ যে আলোচনা হয়েছে তা দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

যৌথ সংবাদ সম্মেলনে কাজাখস্তানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান সুযোগ-সুবিধা কাজে লাগাতে তারা আগ্রহী। কাজাখস্তানের প্রেসিডেন্টের সঙ্গে দেশটির প্রায় ৪০ জন বিশিষ্ট ব্যবসায়ী ইরান সফর করছেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news