আমাদের সীমানার বাইরেও শত্রুদের তৎপরতা পর্যবেক্ষণে রয়েছে: ইরান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ফোর্সের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী রেজা সাবাহি ফার্দ বলেছেন, দেশের সীমানা পেরিয়ে অন্যত্রও আমাদের পর্যবেক্ষণ তৎপরতা চলছে এবং শত্রুরা ইরানের নিজস্ব প্রযুক্তির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ভীত-সন্ত্রস্ত। 

তিনি আজ (রোববার) এই বাহিনীর কর্মকর্তা-কর্মচারীদের এক সমাবেশে এ কথা বলেন।

সাবাহি ফার্দ আরও বলেন, আকাশ প্রতিরক্ষা ফোর্সের রাডারগুলো আধুনিক প্রযুক্তিতে সমৃদ্ধ এবং নিয়মিত আধুনিকায়ন করা হচ্ছে। দেশের আকাশকে নিরাপদ রাখার দায়িত্ব পালনের পাশাপাশি এই বাহিনী আঞ্চলিক ও আন্তর্জাতিক শত্রুদের সব ধরণের তৎপরতাও পর্যবেক্ষণে রেখেছে। শত্রুদের অবস্থান ও মুভমেন্ট নিয়মিত মনিটর করা হচ্ছে।

এই কমান্ডারের মতে, ইরানের আকাশ প্রতিরক্ষা ফোর্স নিজেদের বিশেষজ্ঞদের সক্ষমতা ও দেশে তৈরি সামরিক সরঞ্জামের ওপর নির্ভরশীল। আল্লাহর ওপর বিশ্বাস ও আস্থাই এই বাহিনীর অনুপ্রেরণা বলে জানান সাবাহি ফার্দ।

ইরানি কমান্ডার বলেন, শত্রুরা ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা সম্পর্কে পুরোপুরি অবহিত। ইরানিরা যে সদাপ্রস্তুত এবং যেকোনো উল্টাপাল্টা পদক্ষেপের বিরুদ্ধে কঠোর জবাব দেওয়ার অপেক্ষায় রয়েছে তা শত্রুরা ভালো করেই জানে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news