হংকংয়ের ঐতিহ্যবাহী ভাসমান রেস্তোরাঁ ডুবে গেল দক্ষিণ চিন সাগরে! 

 হংকংয়ের (Hongkong) ঐতিহ্যবাহী ফ্লোটিং রেস্তোরাঁ (Floating Restaurant) ডুবে গেল দক্ষিণ চিন সাগরে! ৫০ বছরের পুরনো এই রেস্তোরাঁ সে দেশের নাগরিকদের কাছে খুবই জনপ্রিয় ছিল। কিন্তু সম্প্রতি তার সলিল সমাধি ঘটেছে।

সূত্রের খবর, কিছুদিন আগে এই ভাসমান রেস্তোরাঁটিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছিল। তার এক সপ্তাহের মধ্যেই অঘটন (South China Sea)। তবে এতে কেউ আহত হননি।

শনিবার রেস্তোরাঁটি ডুবতে শুরু করে। দক্ষিণ চিন সাগরের প্যারাসেল দ্বীপ পার হয়ে যাওয়ার সময় জাহাজের মধ্যে জল ঢোকা শুরু হয়। রেস্তোরাঁর কর্মচারী ও আধিকারিকদের শত চেষ্টা সত্ত্বেও রেস্তোরাঁটি বাঁচানো যায়নি। রবিবার দক্ষিণ চিন সাগরের জলে রেস্তোরাঁটি সম্পূর্ণ ডুবে গেছে।

 ভাসমান এই রেস্তোরাঁ গত দু’বছর ধরে বন্ধ ছিল। ২০২০ সালে লকডাউনের পর থেকে তা আর চালু করা যায়নি। তাছাড়া ২০১৩ সাল থেকেই ক্ষতির উপর চলছিল রেস্তোরাঁটি। শেয়ার হোল্ডারদের কাছে এটি তাই বোঝা হয়ে দাঁড়িয়েছিল।

দীর্ঘদিনের ঐতিহ্যবাহী এই রেস্তোরাঁয় ৩০০ কোটির বেশি মানুষ খেয়েছেন। এমনকি ব্রিটেনের রানি কুইন দ্বিতীয় এলিজাবেথ, হলিউড অভিনেতা টম ক্রুজরাও এখানে এসেছিলেন। শুধু খাওয়াদাওয়াই নয়, এই রেস্তোরাঁয় সিনেমা দেখানোও হত।দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে

news