এক শর্তে রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বৈধ হতে পারে: আঙ্কারা

রাশিয়ার ওপর আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর আরোপিত নিষেধাজ্ঞা এক শর্তে গ্রহণযোগ্য হতে পারে বলে মন্তব্য করেছে তুরস্ক। তুর্কি প্রেসিডেন্টের গণমাধ্যম বিভাগের প্রধান ইব্রাহিম কালিন বলেছেন, ইউক্রেন সংকটকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে পাশ্চাত্যের আরোপিত নিষেধাজ্ঞা কেবল তখনই বৈধ হবে যখন তা জাতিসংঘের মাধ্যমে আরোপ করা হবে।

তিনি সোমবার আঙ্কারায় এক বক্তব্যে আরো বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতে আঙ্কারা যোগ দেবে না; কারণ এসব নিষেধাজ্ঞায় রাশিয়ার যতটা না ক্ষতি হবে তার চেয়ে বেশি ক্ষতি হবে তুরস্কের।

মস্কোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের সমর্থক দেশগুলো বলছে, রাশিয়াকে সামরিক বাজেট কমাতে বাধ্য করার জন্য দেশটির ওপর নিষেধাজ্ঞা কঠোর করা হচ্ছে।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের পূর্বাঞ্চলীয় রুশ ভাষাভাষি অধ্যুষিত দোনবাস অঞ্চলকে বেসামরিকীকরণের লক্ষ্যে গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেন। আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে।

এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তবে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে নিলে সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও ন্যাটো জোটে যোগ দেবে না। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে 

news