মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ইসরাইলের হস্তক্ষেপমূলক তৎপরতার জবাব হবে

ইসলামি প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর চিপ অফ স্টাফের চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ বাকেরি বলেছেন, মধ্যপ্রাচ্যের যেকোনো জায়গায় ইহুদিবাদী ইসরাইল যদি হস্তক্ষেপ করতে চায় তাহলে ইসলামি প্রজাতন্ত্র ইরান তেল আবিবকে কঠোর জবাব দেবে।

পাকিস্তানের চিপ অফ স্টাফের চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল নাদিম রাজা নিশানের সঙ্গে আজ (সোমবার) তেহরানে বৈঠকের সময় এ কথা বলেন জেনারেল বাকেরি।

ইরানের সেনাপ্রধান বলেন, মধ্যপ্রাচ্য অঞ্চলের সমস্ত অনুপ্রবেশ এবং অস্থিতিশীলতার মূল কারণ ইসরাইল। তিনি আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল কতগুলো ষড়যন্ত্র বাস্তবায়নের মাধ্যমে আঞ্চলিক দেশগুলোকে একে অপরের শত্রু-দেশে পরিণত করার ষড়যন্ত্র করে আসছে।

বৈঠকে তিনি আফগানিস্তানকে ইরান এবং পাকিস্তানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন জেনারেল বাকেরি।

পাক সেনা কর্মকর্তা জেনারেল নাদিম রেজা গতকাল রোববার তেহরানে পৌঁছান। ইরানের সামরিক বাহিনীর প্রধান জেনারেল বাকেরির আমন্ত্রণের তিনি এ সফর করছেন।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে 

news