আজ দোহায় শুরু হচ্ছে ইরান-আমেরিকা পরোক্ষ আলোচনা

ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও তেহরানের ওপর থেকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহারের লক্ষ্যে ইরান ও আমেরিকার মধ্যে পরোক্ষ আলোচনা আজ (মঙ্গলবার) কাতারের রাজধানী দোহায় শুরু হচ্ছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এ খবরের সত্যতা নিশ্চিত করেছে। ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেরি কানি একটি শক্তিশালী প্রতিনিধিদল নিয়ে এ আলোচনায় অংশ নেবেন।

ওদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে পশ্চিমা সংবাদ সংস্থাগুলিও একই খবরের সত্যতা নিশ্চিত করেছে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ২০২১ সালের এপ্রিল মাস থেকে ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের যে দীর্ঘমেয়াদি সংলাপ চলছিল তা গত ১১ মার্চ কোন ফলাফল ছাড়াই স্থগিত হয়ে যায়।এরপর ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেল ওই সংলাপ আবার শুরু করার জন্য কূটনৈতিক অঙ্গনে ব্যাপক চেষ্টা চালান। ওই প্রচেষ্টার অংশ হিসেবে তিনি গত শনিবার তেহরান সফর করেন এবং এরপর দোহায় আজ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিদায়ী মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, যেসব অমীমাংসিত ইস্যুতে ভিয়েনা সংলাপ স্থগিত হয়ে গিয়েছিল শুধুমাত্র সেগুলো নিয়ে দোহায় আলোচনা হবে।তিনি গতকাল (সোমবার) জানিয়েছিলেন, পারস্য উপসাগরীয় একটি দেশে শিগগিরই এ আলোচনা শুরু হবে। পরে সোমবার রাতেই সে স্থান ও সময় ঘোষিত হয়।

এদিকে ইরানি আলোচক দলের উপদেষ্টা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষক মোহাম্মাদ মারান্দি আরবি দৈনিক আল-আরাবি আল-জাদিদকে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের বিষয়টি সম্পূর্ণ আমেরিকার ওপর নির্ভর করছে। আমেরিকা সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে এবং নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি কার্যকর করার কঠিন গ্যারান্টি দিতে প্রস্তুত হলেই একটি চুক্তি সম্ভব হবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে 

news