ক্রিকেট আর বিনোদনের সংমিশ্রণে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এবার আরও জাঁকজমকপূর্ণ আয়োজনে শুরু হতে যাচ্ছে। আগামী ২২ মার্চ কলকাতার ঐতিহাসিক ইডেন গার্ডেনে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে তার আগে এক বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে থাকছেন বলিউড ও সংগীত জগতের তারকারা।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে হাজির থাকবেন বলিউড কিং শাহরুখ খান, যার মালিকানাধীন দল কেকেআর মাঠে নামবে প্রথম ম্যাচেই। তার সঙ্গে থাকবেন সালমান খান, যিনি নিজের আসন্ন সিনেমা ‘সিকান্দার’-এর প্রচারের জন্য অনুষ্ঠানে যোগ দেবেন। এছাড়া উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া, ভিকি কৌশল, সঞ্জয় দত্ত, ক্যাটরিনা কাইফ, মাধুরী দীক্ষিত, জাহ্নবী কাপুর, কারিনা কাপুর, পূজা হেগড়ে, আয়ুষ্মান খুরানা এবং সারা আলি খানসহ আরও অনেক সেলিব্রিটি।

সংগীত পরিবেশনায় থাকবে এক দারুণ চমক! বলিউডের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষাল মঞ্চ মাতাবেন গানে। পারফর্ম করবেন দিশা পাটানি, শ্রদ্ধা কাপুর ও বরুণ ধাওয়ান। পাশাপাশি আন্তর্জাতিক পপ ব্যান্ড ওয়ান রিপাবলিক পারফর্ম করবে করণ অউজলা ও দিশা পাটানির সঙ্গে।

এই জমকালো আয়োজনে ক্রিকেট ও বিনোদনের মিশেল যে দর্শকদের জন্য বাড়তি উত্তেজনা তৈরি করবে, তা বলার অপেক্ষা রাখে না। ৬৫ দিনব্যাপী এই আসরে মোট ৭৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে ১৩টি ভেন্যুতে। এবারের আসর ইতিহাস গড়বে কিনা, তা সময়ই বলবে!

news