ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো গোয়েন্দা সংস্থা শিন বেত (আইএসএ)-এর প্রধান রোনেন বারকে বরখাস্ত করেছে দেশটির সরকার। শুক্রবার (২১ মার্চ) প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে তাকে সরিয়ে দেওয়া হয়। মূলত ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ায় এবং নিরাপত্তা ব্যবস্থায় চরম অব্যবস্থাপনার অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নেতানিয়াহুর আস্থাহীনতা এবং বরখাস্তের ঘোষণা

বৃহস্পতিবার (২০ মার্চ) নেতানিয়াহু প্রকাশ্যে রোনেন বারের ব্যর্থতা নিয়ে প্রশ্ন তোলেন এবং তার বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন। এরপরই শুক্রবার আনুষ্ঠানিকভাবে তাকে বরখাস্তের সিদ্ধান্ত আসে। সরকার এক বিবৃতিতে জানায়, রোনেন বারের মেয়াদ শেষ করতে সর্বসম্মতিক্রমে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর প্রস্তাব গৃহীত হয়েছে। নতুন গোয়েন্দাপ্রধান নিযুক্ত না হওয়া পর্যন্ত অথবা ১০ এপ্রিলের মধ্যে তিনি দায়িত্ব ছাড়বেন।
এক বছরের আগেই দায়িত্ব হারালেন রোনেন বার

২০২১ সালে শিন বেতের প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছিলেন রোনেন বার। আগামী বছর তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও এক বছর আগেই তাকে সরিয়ে দেওয়া হলো। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু সরকারের সঙ্গে তার সম্পর্ক বেশ কিছুদিন ধরেই টানাপোড়েন চলছিল।
হামাসের হামলার পর থেকেই টানাপোড়েন

২০২৩ সালের ৭ অক্টোবরের হামাসের আকস্মিক আক্রমণ ইসরায়েলের গোয়েন্দা ব্যর্থতার বড় উদাহরণ হিসেবে বিবেচিত হয়। হামলার পর থেকেই নেতানিয়াহু এবং রোনেন বারের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। অবশেষে সেই ঘটনার জের ধরেই ইসরায়েলের ইতিহাসে প্রথমবারের মতো শিন বেতের প্রধানকে বরখাস্ত করা হলো।

news