ব্রিটেনের রাজধানী লন্ডনে ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ের কারণে হাজারো বাড়ি অন্ধকারে ডুবে গেছে। শুক্রবার (২১ মার্চ) পশ্চিম লন্ডনের হেইসে অবস্থিত একটি বৈদ্যুতিক সাবস্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ফলে এই বিভ্রাট দেখা দেয়। সবচেয়ে বড় ধাক্কা লাগে ইউরোপের অন্যতম ব্যস্ততম বিমানবন্দর হিথ্রোতে, যেখানে বিদ্যুৎ না থাকায় বহু ফ্লাইট বাতিল হয়েছে।
অগ্নিকাণ্ডের পর ভয়াবহ বিপর্যয়

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার সঙ্গে সঙ্গেই হাজার হাজার বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়ে। পাশাপাশি নিরাপত্তার কারণে আশপাশের অন্তত ১৫০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। বৈদ্যুতিক সাবস্টেশনটি হিথ্রো বিমানবন্দরের বিদ্যুৎ সরবরাহের মূল উৎস হওয়ায় বিমানবন্দরের কার্যক্রমও মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
হিথ্রো বিমানবন্দর বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

যুক্তরাজ্যের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দর হিথ্রো প্রতিদিন প্রায় ১,৩০০ ফ্লাইট পরিচালনা করে এবং বছরে ৮ কোটিরও বেশি যাত্রী পরিবহন করে। তবে অগ্নিকাণ্ডের কারণে শুক্রবার দিনভর বিমানবন্দরের কার্যক্রম প্রায় অচল হয়ে পড়ে। যাত্রীরা ব্যাপক ভোগান্তির শিকার হয়েছেন, অনেকে দীর্ঘক্ষণ অপেক্ষার পরেও ফ্লাইটের কোনো নির্দিষ্ট তথ্য পাননি।
কখন বিদ্যুৎ ফিরে আসবে, জানা নেই কর্তৃপক্ষের

হিথ্রো কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিনির্বাপক কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনলেও এখনো স্পষ্ট নয় কখন বিদ্যুৎ পুরোপুরি পুনরুদ্ধার হবে। বিমানবন্দরের এক মুখপাত্র বলেন, "আমরা বিদ্যুৎ ব্যবস্থা পুনরায় চালু করতে কাজ করছি, তবে এটি ঠিক কবে সম্ভব হবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।"

এমন ভয়াবহ বিদ্যুৎ বিভ্রাটে লন্ডনের সাধারণ মানুষ ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ঘটনা যুক্তরাজ্যের বিদ্যুৎ অবকাঠামোর দুর্বলতাকে সামনে এনে দিয়েছে।

news