সৌদি আরবের সঙ্গে ইরানের সম্পর্ক মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষা করবে: মালেকি

সৌদি আরব ও ইরানের সম্পর্ক যত বেশি শক্তিশালী হবে তত বেশি আন্তর্জাতিক অঙ্গনে দু’দেশের যৌথ স্বার্থ রক্ষিত হবে বলে জানিয়েছে তেহরান। ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের সদস্য ফাদা হোসেইন মালেকি রোববার তেহরানে এক বক্তব্যে এ মন্তব্য করেন।

২০১৬ সালের ৩ জানুয়ারি  ইরানের রাজধানী তেহরানের সৌদি দূতাবাস ও মাশহাদ শহরের সৌদি কনস্যুলেটে কিছু উত্তেজিত ব্যক্তির হামলার অজুহাতে ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব।

কয়েক বছর সম্পর্কে স্থবিরতা থাকার পর গত দুই বছরে তেহরান ও রিয়াদের মধ্যে সম্পর্ক পুনঃস্থাপনের লক্ষ্যে পাঁচ দফা আলোচনা অনুষ্ঠিত হয়। ইরাকের মধ্যস্থতায় দেশটির রাজধানী বাগদাদে এসব আলোচনা হয়। পঞ্চম দফা আলোচনায় দ্বিপক্ষীয় সম্পর্কে অচলাবস্থার জট খোলার সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়।

এ অবস্থায় ফাদা হোসেইন মালেকি রোববার ইরানের বার্তা সংস্থা খনেমেল্লাতকে দেয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি আরবের সঙ্গে সম্পর্ক পুনঃস্থাপনে ইরানের কোনো আপত্তি নেই বরং এই মুহূর্তে তা করা সম্ভব হলে তাতে তেহরানের সমর্থন থাকবে।

মালেকি আরো বলেন, সৌদি আরবের সঙ্গে এ পর্যন্ত অনুষ্ঠিত আলোচনাগুলোতে রিয়াদকে একটি কথা স্পষ্ট করে জানানো হয়েছে যে, তৃতীয় কোনো দেশ বিশেষ করে আমেরিকা যেন ইরান ও সৌদি আরবের সম্পর্ক শক্তিশালী করার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে।

ইরানের এই সিনিয়র সংসদ সদস্য বলেন, তেহরান ও রিয়াদের ছিন্ন সম্পর্ক জোড়া লাগানোর প্রতি ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির পূর্ণ সমর্থন রয়েছে। এর কারণে হিসেবে তিনি বলেন, প্রভাবশালী মুসলিম দেশগুলোর মধ্যে সম্পর্ক যত শক্তিশালী হবে তত বেশি মুসলিম বিশ্বের স্বার্থ রক্ষিত হবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news