ইউক্রেন দাবি করেছে রাশিয়ার চারটি সামরিক ঘাঁটিতে একযোগে ১১৭টি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, যেখানে প্রায় ৪০টি বোমারু যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ‘স্পাইডারস ওয়েব’ নামের বিশেষ অভিযানে ইউক্রেনের সিকিউরিটি সার্ভিস (এসবিইউ) নেতৃত্ব দিয়েছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, হামলার পরিকল্পনায় প্রায় দেড় বছর সময় লেগেছে।

এসবিইউ জানিয়েছে, হামলার জন্য ড্রোনগুলো গোপনভাবে কাঠের ভ্রাম্যমান কেবিনে লুকিয়ে রাশিয়ার বিভিন্ন ঘাঁটিতে পৌঁছানো হয় এবং নির্ধারিত সময়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানানো হয়। হামলার স্থলগুলো ছিলো রাশিয়ার ইরকুতস্ক, ওলেনিয়া, ডিয়াজিলেভো ও ইভানভো এলাকায়। এসব ঘাঁটিতে পরমাণু সক্ষমতা সম্পন্ন টিইউ-৯৫, টিইউ-২২এম৩ ও এ-৫০ যুদ্ধবিমানও ছিলো।

রাশিয়া হামলাগুলো ‘সন্ত্রাসী কার্যক্রম’ হিসেবে আখ্যায়িত করেছে এবং কিছু এলাকায় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে। ইরকুতস্ক গভর্নর হামলার সত্যতা নিশ্চিত করে বলেছেন, একটি ট্রাক থেকে ড্রোন হামলা চালানো হয়েছিল এবং ঘটনাস্থল এখন নিরাপদ।

অপরদিকে ইউক্রেনের বিভিন্ন এলাকায় রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। ইউক্রেনের স্থল বাহিনী জানিয়েছে, এক মিসাইল হামলায় ১২ সেনা নিহত হয়েছেন, যার পর ওই বাহিনীর প্রধান পদত্যাগ করেছেন।

এই হামলা এমন সময় হয়েছে যখন রাশিয়া ও ইউক্রেন দ্বিতীয় দফার শান্তি আলোচনা নিয়ে ইস্তানবুলে যাচ্ছিলো। দুই পক্ষের উত্তেজনা বেড়ে যাওয়ার মধ্যেই এই অভিযানের খবর এসেছে। যদিও হামলার সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

news