ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি হুঁশিয়ারি দিয়েছেন, ইসরায়েল তাদের অবৈধ হামলা বন্ধ না করলে ইরানও আক্রমণ চালিয়ে যাবে। তিনি এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া এক পোস্টে স্পষ্ট জানান, ইরান যুদ্ধ শুরু করেনি, তবে আত্মরক্ষার অধিকার প্রয়োগে পিছু হটবে না।

আরাগচি বলেন, “ইসরায়েল যদি মঙ্গলবার (২৪ জুন) ভোর ৪টার মধ্যে তাদের আগ্রাসন বন্ধ করে, তবে ইরানের আর যুদ্ধ চালিয়ে যাওয়ার প্রয়োজন হবে না। কিন্তু নির্ধারিত সময়সীমা ইতোমধ্যেই পেরিয়ে গেছে।”

তিনি আরও বলেন, “আমরা একাধিকবার বলেছি—এই যুদ্ধ ইরান শুরু করেনি, বরং ইসরায়েল আমাদের জনগণের ওপর আক্রমণ চালিয়ে যুদ্ধের সূত্রপাত করেছে। এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক যুদ্ধবিরতির চুক্তি হয়নি।”

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাও এই বক্তব্য নিশ্চিত করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান এখনো কূটনৈতিক ও রাজনৈতিক সবকিছু পর্যবেক্ষণ করছে এবং চূড়ান্ত সামরিক সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

বিশ্লেষকরা বলছেন, ইরানের এ বক্তব্যে স্পষ্ট যে, দেশটি আপাতত প্রতিরোধের কৌশল নিচ্ছে। তবে ইসরায়েল যদি আক্রমণ বন্ধ না করে, তাহলে সংঘাত আরও বিস্তৃত হতে পারে।

এই অবস্থায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুদ্ধবিরতির কোনো আনুষ্ঠানিক চুক্তি না থাকায় পরিস্থিতি যে কোনো সময় আবার সহিংস রূপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বিশ্ব সম্প্রদায় এখন তেহরান ও তেলআবিব—দুই পক্ষের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রাখছে। পরিস্থিতি শান্ত করতে হলে উভয় পক্ষকেই দায়িত্বশীল আচরণ করতে হবে বলে মত বিশ্লেষকদের।

news