ইউক্রেনে মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করল রাশিয়া

রাশিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, ইউক্রেনে তারা মার্কিন নির্মিত হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করেছে। গতকাল (মঙ্গলবার) রাশিয়ার সামরিক বাহিনী ঘোষণা করেছে যে, দক্ষিণ ইউক্রেনের ওডেসা অঞ্চলে হামলা চালিয়ে রাশিয়ার সেনারা জাহাজ বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্রের কয়েকটি ইউনিট ধ্বংস করে।

কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে এই হারপুন ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছিল। তবে এই ক্ষেপণাস্ত্র তৈরি করে থাকে মার্কিন অস্ত্রনির্মাণকারী প্রতিষ্ঠানবোয়িং।

রাশিয়ার সামরিক বাহিনী জানায়, তারা হারপুন ক্ষেপণাস্ত্র লঞ্চার ধ্বংস করার জন্য স্বল্প পাল্লার ইসকান্দার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। রাশিয়ার সামরিক বাহিনী বলেছে, ওডেসা বন্দরনগরী থেকে ২০ কিলোমিটার উত্তর পশ্চিমে বেরেযান গ্রামের কাছে এসব ক্ষেপণাস্ত্র লঞ্চার মোতায়েন ছিল। 

রোববার রাশিয়ার সামরিক বাহিনী বলেছিল, তারা ইউক্রেনের অধীনে থাকা মার্কিন নির্মিত এম-৭৭৭ হাউয়িটজার ধ্বংস করেছে। এছাড়া, গত ৬ জুলাই ইউক্রেনের সামরিক বাহিনীর হাতে মজুদ থাকা মার্কিন নির্মিত হাই মবিলিটি আর্টিলারি রকেট সিস্টেমের দুটি ইউনিট ধ্বংস করে রাশিয়ার সেনারা।

মস্কো আগেই ঘোষণা করেছে, ইউক্রেনে পাঠানো পশ্চিমা অস্ত্রের চালান হবে রাশিয়ার সামরিক বাহিনীর প্রধান ও বৈধ লক্ষ্য বস্তু।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news