ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকিকরণের সৌদি নীতি: বিশ্ব ওলামার প্রতিক্রিয়া
শেখ মুহাম্মাদ আল-ঈসাকে মাসজেদে ইব্রাহিমির খতিব নিযুক্ত করার ঘটনায় প্রতিরোধ আলেমদের বিশ্ব সংস্থার প্রধান তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। আরাফাতের অনুষ্ঠানে ওই ঘোষণা দেওয়ার প্রতিক্রিয়ায় অ্যাসোসিয়েশন অব রেজিস্ট্যান্স স্কলারের প্রধান শেখ মাহির হামুদ বলেছেন: সৌদি নেতারা হজ্জের আনুষ্ঠানিকতাকে কাজে লাগিয়ে ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পাঁয়তারা করছে।
আরাফার খুতবায় মুহাম্মাদ আল-ঈসা নামের একজনকে ইব্রাহিমি (আ) মসজিদের খতিব হিসেবে মনোনীত করা হয়েছে। আল-ঈসা ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার পক্ষের একজন প্রচারক। আল-ঈসাকে খতিব হিসেবে নির্বাচন করার বিরুদ্ধে মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে সমালোচনার ঝড় উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
আল ওহোদ নিউজ নেটওয়ার্ক জানিয়েছে, আল-ঈসা'র বিগত দিনের কর্মকাণ্ড ইসলামের সাধারণ নীতিমালার সঙ্গে সাংঘর্ষিক এবং ইহুদিবাদী ইসরাইলের পক্ষে ছিল। তিনি ঐতিহাসিক আউশভিৎস শিবির পরিদর্শনে যান এবং ইহুদিবাদীদের প্রতি তাঁর সহানুভূতি প্রকাশ করেন। ইহুদিবাদীদেরকে তিনি তাঁর ভাই বলে সম্বোধন করেন। অপরদিকে ফিলিস্তিনী সংগ্রামীদেরকে বিশেষ করে যারা মাসজিদুল আকসা রক্ষায় প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং অবরুদ্ধ গাজাবাসী ফিলিস্তিনীদেরকে সন্ত্রাসী বলে সম্বোধন করেন। ইসরাইলি সেনাদের গুলিতে ফিলিস্তিনীদের রক্ত ঝরানোকে তিনি 'মোবাহ' মনে করেন। এমনকি ক্ষুধা-তৃষ্ণায় তাদের মরে যাওয়ার ঘটনা, তাদের ওপর ইহুদিবাদী সেনাদের বোমাবর্ষণের ঘটনাকে স্বাগত জানান।
শেখ হামুদ বলেন: সৌদি প্রিন্স মুহাম্মাদ বিন সালমানের নেতৃত্বাধীন রিয়াদের কর্মকর্তারা মুসলিম বিশ্বের আলেমদের বিরোধিতাকে না দেখার ভান করছেন। আল-ঈসার মতো ইহুদিবাদীদের একজন দোসরকে খতিব নির্বাচন করে নিন্দার মুখে পড়েছেন। মিশর, আলজেরিয়া, জর্দান, কাতারের মতো বিভিন্ন আরব দেশের জনগণ সৌদি কর্মকর্তাদের এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় হ্যাশ-ট্যাগের মাধ্যমে প্রতিবাদ জানিয়েছে। হ্যাশ-ট্যাগে তারা লিখেছে: ঈসাকে মিম্বার থেকে নামিয়ে দাও!খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে