ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ৩৫০ সেনা নিহত

রাশিয়ার হামলায় ২৪ ঘণ্টায় ইউক্রেনের ৩৫০ সেনা নিহত হয়েছে। এ দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র ইগর কোনাশেঙ্কভ বলেছেন, ইউক্রেনের নিকোলাইভ এলাকায় রুশ সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় সাড়ে তিনশ'র বেশি ইউক্রেনীয় সেনা প্রাণ হারিয়েছে। এছাড়া ২০টি সামরিক ইউনিট ধ্বংস হয়েছে।

একইসঙ্গে ইউক্রেনের আরও চারটি জঙ্গিবিমান ধ্বংসের দাবি করেছেন রুশ মুখপাত্র।

২৪ ফেব্রুয়ারি রুশ সামরিক অভিযান শুরুর পর থেকে এ নিয়ে ইউক্রেনের ২৪৭টি বিমান ধ্বংস হয়েছে বলে জানিয়েছেন কোনাশেঙ্কভ। তার দেওয়া পরিসংখ্যান অনুযায়ী সামরিক অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত ১৩৭টি হেলিকপ্টার ও ১৫২২টি ড্রোন ধ্বংস করতে সক্ষম হয়েছে রুশ সামরিক বাহিনী।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, তাদের হামলায় এরিমধ্যে ইউক্রেনের ব্যাপক সামরিক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনেই অভিযান থামবে না।

২৪ ফেব্রুয়ারি থেকে সেদেশে সামরিক অভিযান শুরু করেছে রুশ বাহিনী। রুশ ভাষাভাষী অধ্যুষিত লুহানস্ক ও দুনেৎস্কে ইউক্রেনের সামরিক বাহিনী ব্যাপক হত্যা-নির্যাতন চালাচ্ছিল বলে দাবি করেছে মস্কো। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news