তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বেড়েই চলেছে: আইইএ
পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও তেল বিক্রি থেকে রাশিয়ার আয় বেড়েই চলেছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বা আইইএ আজ (বুধবার) তাদের মাসিক তেল বাজার সম্পর্কে দেয়া প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।
আইইএ বলছে, জুন মাসে রাশিয়া তেল বিক্রি থেকে দুই হাজার কোটি ডলার আয় করেছে। আন্তর্জাতিক সংস্থাটি রাশিয়ার এমন বাড়তি আয়ের কারণ হিসেবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাওয়ার বিষয়টিকে উল্লেখ করেছে।
সংস্থাটি জানিয়েছে, রাশিয়ার তেল বিক্রি প্রতিদিন আড়াই রাখ ব্যারেল কমে যাওয়া সত্ত্বেও আগের মাসের চেয়ে জুন মাসে রাশিয়া তেল বিক্রি থেকে ৭০ কোটি ডলার বেশি আয় করেছে। জুন মাসে প্রতিদিনি রাশিয়া ৭৪ লাখ ব্যারেল তেল বিক্রি করতে সক্ষম হয়। গত আগস্টের পর এটিই রাশিয়ার সবচেয়ে কম তেল বিক্রির রেকর্ড।
গত মাসে রাশিয়ার অপরিশোধিত তেল বিক্রির পরিমাণ দাঁড়ায় প্রতিদিন ৫০ লাখ ব্যারেলে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে তেল রপ্তানি করেছে প্রতিদিন ৩০ লাখ ব্যারেল। গত নভম্বর মাসের পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে এটিই সবচেয়ে কম তেল বিক্রির রেকর্ড।
অন্যদিকে, আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ কম থাকায় এবং চাহিদা বেশি হওয়ায় তেলের দাম বেড়েছে অনেক বেশি। জুন মাসে গড়ে প্রতি ব্যারেল অপরিশোধিত তেল বিক্রি হয়েছে ১১৭ ডলারে। তবে রাশিয়ার তেলের দাম ব্যারেল প্রতি শতকরা ১০.৭ ভাগ বেড়ে বিক্রি হয়েছে ৮৭.২৫ ডলারে। খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে