যুক্তরাজ্য, কানাডা ও অস্ট্রেলিয়ার পর এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিচ্ছে ফ্রান্স। আন্তর্জাতিক কূটনীতিতে এই ঘোষণা বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

শুধু ফ্রান্স নয়, ইউরোপের আরও কয়েকটি দেশ খুব শিগগিরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে বলে জানা গেছে।

এমন সময়েই নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনকে ঘিরে বিশ্ব নেতারা একত্র হচ্ছেন। সেখানে গাজা যুদ্ধের অবসান ঘটিয়ে দ্বি-রাষ্ট্রীয় সমাধানের পথে এগোনোর জন্য বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে।

এরই মধ্যে যুক্তরাজ্য ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েলের প্রতিক্রিয়া বেশ তীব্র হয়েছে। প্রতিশোধ হিসেবে পশ্চিম তীরের কিছু অংশ দখলের ঘোষণা দেয় দেশটি। তবে সেই পদক্ষেপ না নিতে ইসরায়েলকে সরাসরি সতর্ক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ইভেট কুপার।

অন্যদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই সিদ্ধান্তকে তীব্রভাবে সমালোচনা করেছেন। তিনি একে আখ্যা দিয়েছেন— “সন্ত্রাসবাদকে বিশাল পুরস্কার”।

ফলাফল যাই হোক, ফিলিস্তিনকে ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে এখন কূটনৈতিক টানাপোড়েন নতুন মাত্রায় পৌঁছেছে।

 

news