স্টকহোমে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে তেহরানে তলব: পররাষ্ট্র মন্ত্রণালয়

ইরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা হামিদ নুরির বিরুদ্ধে সুইডিশ আদালতের অন্যায় রায়ের প্রতিবাদ জানাতে স্টকহোমে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে তেহরানে ডেকে পাঠানো হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানয়ানি বলেছেন, ইরানি রাষ্ট্রদূতকে শলাপরামর্শের জন্য তেহরানে তলব করা হয়েছে।

তিনি বলেন, হামিদ নুরির বিরুদ্ধে সুইডেনের আদালতে ভিত্তিহীন, ত্রুটিপূর্ণ ও বানোয়াট অভিযোগ উত্থাপন করা হয়েছে এবং সেসব অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে রায় প্রদান করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানাতে ও প্রয়োজনীয় শলাপরামর্শ করার জন্য ইরানি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।

হামিদ নুরি সুইডেনে বসবাসরত তার দত্তক কন্যার সঙ্গে পারিবারিক বিরোধ মেটানোর লক্ষ্যে ২০১৯ সালের ৯ নভেম্বর স্টকহোম সফরে যান। কিন্তু তিনি সুইডেনে পৌঁছামাত্র দেশটির নিরাপত্তা বাহিনী তাকে আটক করে। গত প্রায় ৩২ মাস যাবত তিনি সুইডিশ কারাগারে আটক রয়েছেন।ইরানে ৩৪ বছর আগে ঘটে যাওয়া ঘটনার জন্য সুইডেনের আদালতে হামিদ নুরির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। আর অভিযোগকারীদের বেশিরভাগই ইরানের ইসলামি শাসনব্যবস্থার শত্রু সন্ত্রাসী গোষ্ঠী এমকেওর সদস্য। তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে স্টকহোমের একটি আদালত।

গত ৩২ মাসে হামিদ নুরিকে নির্জন সেলে বন্দি রাখার পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে তাকে দীর্ঘ সময় ধরে কথা বলতে দেয়া হয়নি। সর্বশেষ পরিবারের সঙ্গে তার টেলিফোনে যে সংক্ষিপ্ত কথা হয় সেখানে তিনি জানান, তাকে এখনও নির্জন সেলে আটক রাখা হয়েছে এবং দৃষ্টি সমস্যা দেখা দেয়া সত্ত্বেও তার চোখের চিকৎসা করানো হচ্ছে না। হামিদ নুরির পরিবারের সদস্যরা তার সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে কয়েকবার সুইডেন সফরে গেলেও কারা কর্তৃপক্ষ তাদেরকে নুরির সঙ্গে সাক্ষাৎ করার অনুমতি দেয়নি।খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news