ইউক্রেনের হত্যা তালিকায় প্রেস টিভির সাংবাদিকের নাম

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইংরেজি ভাষার স্যাটেলাইট টেলিভিশন প্রেস টিভির পক্ষে ইউক্রেনে কর্মরত সাংবাদিক জনি মিলারের নাম হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের উগ্র জাতীয়তাবাদীরা। পূর্ব ইউক্রেন থেকে স্বাধীনতা ঘোষণাকারী দোনবাস এলাকার রুশপন্থী শিশু এবং বেসামরিক লোকজনের ওপর ইউক্রেনের বর্বরতার চিত্র তুলে ধরার পর তাকে হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

যুদ্ধবিধ্বস্ত দোনবাস এলাকা থেকে গতকাল শুক্রবার পাঠানো প্রতিবেদনে মিলার জানিয়েছেন, দোনবাস এলাকায় ইউক্রেনের সহিংসতা সম্পর্কে রিপোর্ট করার কারণে উগ্র জাতীয়তাবাদীরা তাকে হত্যা করতে চাইছে। তিনি জানান, উগ্র জাতীয়তাবাদীদের একটি ওয়েবসাইটে কয়েকশো লোককে হত্যার তালিকা প্রকাশ করা হয়েছে যার মধ্যে তার নাম রয়েছে।

মিলার জানান, তিনি সাংবাদিকতার প্রয়োজনে ওই ওয়েবসাইটের কাছে হত্যা তালিকা সম্পর্কে তথ্য জানতে চান কিন্তু তাকে তা না জানিয়ে উল্টো তার নাম হত্যা তালিকায় অন্তর্ভুক্ত করেছে। প্রেস টিভির এই সাংবাদিক আরো জানান, ওই হত্যা তালিকায় ১৩ বছরের একটি শিশুর নামও রয়েছে। এর আগে একটি প্রতিবেদনের প্রয়োজনে মিলার ওই শিশুর সাক্ষাৎকার নিয়েছিলেন। তিনি জানান, হত্যা তালিকায় যাদের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে এর মধ্যে তাদেরকে বিভিন্নভাবে হুমকি দেয়া হচ্ছে।

জনি মিলার বলেন, এই তালিকায় যাদের নাম আছে তাদের যেকোনো ব্যক্তিকে যেকোনো সময় হত্যা করা হতে পারে এবং এতে সহিংসতা আরো বেশি ছড়িয়ে পড়বে তাতে কোনো সন্দেহ নেই। এই হত্যা তালিকায় তিনশ’র বেশি শিশুর নাম রয়েছে বলে তিনি জানান।খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news