ব্রিটেন থেকে ছুটি কাটাতে গ্রিসে গিয়েছিলেন যুবক। হেলিকপ্টারের (Helicopter) ব্লেডে কেটে মর্মান্তিক মৃত্যু (Death) হল তাঁর।

ঘটনাটি ঘটেছে ২৫ জুলাই সন্ধেবেলা গ্রিসের (Greece) একটি প্রাইভেট এয়ারপোর্টে। ওই হেলিকপ্টারে চড়েই গ্রিসে ঘুরতে এসেছিলেন যুবক। তাঁর নাম পরিচয় এখনও জানা যায়নি। বয়স মাত্র ২১ বছর।

জানা গেছে কপ্টার থেকে নেমে উল্টোদিকে হাঁটছিলেন যুবক। তিনি বোঝেননি প্রপেলারটি তখনও ঘুরছে। মুহূর্তের মধ্যে কপ্টারের ব্লেডে ধাক্কা খান তিনি। ক্ষতবিক্ষত হয়ে যায় সারা শরীর।

ঘটনার খবর পেয়েই সেখানে ছুটে যায় পুলিশ। কিন্তু যুবককে বাঁচানো যায়নি। তৎক্ষণাৎ তাঁর মৃত্যু হয়।

এদিকে ওই যুবকের বাবা-মা পরের হেলিকপ্টারে চেপে ওই একই জায়গায় যাচ্ছিলেন। কিন্তু তাঁদের কপ্টারের পাইলটকে ঘটনার খবর দেওয়া হয়। ছেলের এমন মর্মান্তিক মৃত্যু চোখের সামনে যাতে তাঁদের দেখতে না হয় তাই সেই কপ্টারটি এথেন্স ইন্টারন্যাশানাল এয়ারপোর্টের দিকে ঘুরিয়ে দেওয়া হয়।

যে কপ্টারের ব্লেডে এমন দুর্ঘটনা ঘটেছে তার পাইলট এবং এয়ারপোর্টের দুজন গ্রাউনশ টেকনিশিয়ানকে গ্রেফতার করা হয়েছে। কেন প্রপেলার চলাকালীন যাত্রীকে কপ্টার থেকে নামার অনুমতি দেওয়া হয়েছিল তা খতিয়ে দেখছে পুলিশ।

news