১৫০ দিন হয়ে গেল, যুদ্ধ (War) চলছে দেশে। এদিকে বিখ্যাত ‘ভোগ’ (Vouge) ম্যাগাজিনের কভারে (Cover) স্ত্রীর সঙ্গে ছবি দেখা গেল যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের রাষ্ট্রপতি (Ukraine President) ভ্লাদিমির জেলেনস্কির (Volodymyr Zelensky)।

রাশিয়ার সঙ্গে যুদ্ধে এখনও পর্যন্ত ইউক্রেনে প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ। তার মধ্যেই ‘ভোগ’ ম্যাগাজিনের জন্য ছবি তুললেন রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কি ও তাঁর স্ত্রী ফার্স্ট লেডি ওলেনা জেলেন্সকা (Olena Zelenska)। ম্যাগাজিনটির কভার স্টোরির জন্য ভোগের একটি দলকে রাজধানী কিয়েভে সাক্ষাৎকার দিয়েছেন জেলেনস্কি ও তাঁর স্ত্রী। সেখানেই তাঁদের প্রায় দুই দশকের দাম্পত্য, সন্তানদের ছাড়া জীবন কাটানোর অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

ডিজিটাল কভারে ‘সাহসিকতার প্রতিমূর্তি’ শিরোনামে ওলেনা জেলেন্সকার ছবি পোস্ট করেছে ম্যাগাজিনটি। সেই ছবিতে সাদা টপ এবং কালো প্যান্টে রাষ্ট্রপতি ভবনে বসে থাকতে দেখা যাচ্ছে ওলেনাকে। এছাড়াও নিজেদের ইনস্টাগ্রাম প্রোফাইলে ফার্স্ট লেডির একাধিক ছবি পোস্ট করেছে ভোগ, যেখানে যুদ্ধের ক্ষয়ক্ষতির মাঝে সেনাদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন ওলেনা।

ভোগকে দেওয়া সাক্ষাৎকারে ওলেনা জানিয়েছেন, হাইস্কুলে পড়ার সময় জলেনস্কির সঙ্গে তাঁর পরিচয়। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তাঁরা েকে অপরকে ডেট করতে শুরু করেন।

অনেকেই ওলেনার ছবি দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। ডিজিটাল কভারে ফার্স্ট লেডির ছবি দেখে অনেকেই সেটিকে ‘শক্তিশালী ছবি’ আখ্যা দিয়েছেন। তবে যুদ্ধের মাঝে এমন ফটোশ্যুটের জন্য নিন্দায় সরব হয়েছেন আরও অনেকে। ‘যুদ্ধ থামাতে জেলেনস্কির এই প্রচেষ্টা দেখে নিশ্চই খাতের মধ্যে থাকা সৈনিকরকা খুব খুশি হবে। ভোগের কভার নিশ্চই দারুণ কার্যকরী!’ ব্যাঙ করেই টুইটারে লিখেছেন একজন। আর একজনের মন্তব্য, ‘যুদ্ধের সময় হয় তুমি প্রতিপক্ষকে শ্যুট করো, অথবা ভোগ তোমাকে শ্যুট করে।’ খবর দ্য ওয়ালের

news