ইউক্রেনের শস্যবাহী প্রথম জাহাজ কোন দেশে যাচ্ছে?

শস্যবাহী প্রথম জাহাজটি ইউক্রেনের ওডেসা বন্দর ছেড়ে গন্তব্যের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। সিয়েরা লিওনের পতাকাবাহী জাহাজটি আজ (সোমবার) সকালে লেবাননের উদ্দেশ্যে বন্দর ছেড়েছে।

জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চুক্তি সইয়ের পর কিয়েভ শস্যবাহী প্রথম জাহাজ লেবাননে পাঠাচ্ছে। এ চুক্তির আওতায় রাশিয়া ইউক্রেনের জাহাজকে নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেয়। আজ সকালে ওডেসা বন্দর ছেড়ে জাহাজটি মঙ্গলবার গ্রিনিচ সময় অনুযায়ী দুপুর ১২টা নাগাদ তুরস্কের ইস্তাম্বুল উপকূলে পৌঁছার কথা। সেখানে জাহাজটিতে যৌথ পরিদর্শন হবে বলে তুর্কি প্রতিরক্ষামন্ত্রী হলুসি আকার জানান।   

তিনি তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলুকে জানান, ভুট্টা নিয়ে জাহাজটি লেবাননে যাবে। চুক্তি অনুযায়ী, ইস্তাম্বুলে একটি কো-অর্ডিনেশন সেন্টার প্রতিষ্ঠা করা হয়েছে এবং সেখানে জাতিসংঘ, রাশিয়া, ইউক্রেন ও তুরস্কের কর্মকর্তারা জাহাজটি যৌথভাবে পরিদর্শন করবেন।  

তুর্কি প্রতিরক্ষামন্ত্রী জানান, ইউক্রেন থেকে খাদ্যশস্যের চালান অব্যাহত থাকবে কারণ বিষয়টি মানবিক। তিনি বলেন, “আমরা আশা করি কোনো রকমের বিঘ্ন ছাড়াই পরবর্তী জাহাজটি ইউক্রেন থেকে তার গন্তব্যে যাবে।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news