রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করল ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশ

ইউরোপীয় ইউনিয়নের অন্যতম সদস্য দেশ লাটভিয়া রাশিয়ার সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করেছে। আজ (সোমবার) ১ আগস্ট থেকে এ চুক্তি বাতিল করা হয়। চুক্তির কারণে দুই প্রতিবেশী দেশের লোকজন সীমান্ত পেরিয়ে আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে পারতো কিন্তু চুক্তি বাতিলের ফলে তা বন্ধ হয়ে যাবে।  

লাটভিয়ার সরকার কয়েক সপ্তাহ আগে চুক্তি বাতিলের সিদ্ধান্ত নেয়। রাশিয়া ও লাটভিয়া ২০১০ সালে ভ্রমণ চুক্তি সই করে এবং ওই বছরই তা কার্যকর করা হয়। লাটভিয়া বলছে, রাশিয়া্র উত্তর-পশ্চিমাঞ্চলীয় পিস্কভ শহরে লাটভিয়ার কন্স্যুলেট বন্ধ করে দেয়ার পর মস্কোর সঙ্গে ভ্রমণ চুক্তি বাতিল করা হয়। পিস্কভ শহরে লাটভিয়ার কন্স্যুলেট থেকে লাটভিয়া ভ্রমণের জন্য রুশ নাগরিকদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করা হতো।

গত এপ্রিল মাসে রাশিয়া ওই কন্স্যুলেট বন্ধ করে দেয় এবং এর সমস্ত কর্মীকে অবাঞ্চিত ঘোষণা করে। মস্কো সে সময় জানিয়েছিল যে, লাটভিয়া ও বাল্টিক প্রজাতন্ত্রগুলো ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করার কারণে পাল্টা ব্যবস্থা নেয়া হচ্ছে। এর আগেই অর্থাৎ রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরই বাল্টিক এ দেশটি রাশিয়ার নাগরিকদের ভিসা দেয়া বন্ধ করেছিল।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news