বিন সালমানের ইউরোপ সফরকালে বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড়


জামাল খাশোগি হত্যার পর মোহাম্মদ বিন সালমান প্রথমবারের মতো গ্রিস ও ফ্রান্স সফরে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সৌদি আরব সফরের দুই সপ্তাহ পর বিন সালমান সফর করলেন।

সৌদি এই প্রিন্সের সফরকালে সেদেশের দুর্নীতি দমন সংস্থা-নাজাহ বিভিন্ন মন্ত্রণালয়ে ব্যাপক ধরপাকড় চালিয়েছে। ঘুষ, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং জালিয়াতির অভিযোগে অন্তত ৭৮ জনকে বিভিন্ন মন্ত্রণালয়ে গ্রেপ্তার করা হয়েছে।

নাজাহ তাদের টুইটার পেইজে জানিয়েছে গত মাসে ১১৬ জনকে গভীর নজরদারিতে রাখা হয়েছিল। তাদের মধ্য থেকে ৭৮ জনকে গ্রেফতার করা হয়েছে। দুর্নীতি দমন সংস্থা আরও জানিয়েছে গ্রেফতারকৃতরা প্রতিরক্ষা, স্বাস্থ্য, আইন, সিটি কর্পোরেশন,পূর্ত ইত্যাদি মন্ত্রণালয়ের। ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, মানি লন্ডারিং এবং জালিয়াতিসহ বিভিন্ন অভিযোগে ওই ব্যক্তিদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ধরনের গ্রেফতার অভিযান নতুন কিছু নয়। ২০১৭ সালে সংস্থাটি গঠিত হবার পর থেকেই নিয়মিতভাবে এই নজরদারি এবং গ্রেফতার অভিযান চলে আসছে। কিন্তু কয়েকটি কারণে এবারের গ্রেফতার অভিযান কিছুটা প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে।

প্রথম কারণটি হলো সৌদি দুর্নীতি দমন সংস্থা-নাজাহ'র প্রধান বিন সালমান নিজেই। সুতরাং এরকম মনে করার যথেষ্ট কারণ রয়েছে যে অর্থনৈতিক দুর্নীতির বিরুদ্ধে সংগ্রামের পাশাপাশি এর পেছনে একটা রাজনৈতিক উদ্দেশ্যও কাজ করে থাকতে পারে। যাতে অনেক প্রতিযোগীকে রাজনীতির মাঠ থেকে সরিয়ে দেওয়া যায়। রিটজ-কার্লটন হোটেলের ঘটনা এ ক্ষেত্রে স্মরণ করা যেতে পারে। ওই হোটেলে কয়েক মাস ধরে নজরদারিতে থাকা ৮৭ জন সৌদি যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেফতার করার সময় তাদের একশ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তি দুর্নীতি দমন সংস্থা বাজেয়াপ্ত করেছিল। মজার ব্যাপার হলো গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সুস্পষ্ট কোনো অভিযোগের বিবরণ দেওয়া হয় না। সুতরাং স্বচ্ছতার বিষয়টি প্রশ্নবিদ্ধই থেকে যায়। এমনকি গ্রেপ্তারকৃত ব্যক্তিদের সম্পর্কে সঠিক কোনো তথ্যও দেওয়া হয় না।

বাইডেনের সৌদি সফরের পরপরই বিন সালমানের ফ্রান্স সফর এবং ম্যাকরনের পক্ষ থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা দেওয়ার বিষয়টি থেকে মনে করা যায় খাশোগি হত্যার ঘটনায় তার ওপর আন্তর্জাতিক যে চাপ ছিল সেটি কেটে গেছে। ইউক্রেন যুদ্ধের ঘটনায় বিশ্বব্যাপী বিশেষ করে ইউরোপের তেল সংকট এবং বাইডেনের সৌদি সফরের বিষয়টি এক সূত্রে গাঁথা বলে বিশ্লেষক মহলের ধারণাখবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news