ভিয়েনা সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বের করা সম্ভব: রাশিয়া

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন ও দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের চলমান সংলাপ থেকে একটি ইতিবাচক ফল বের করে আনার পূর্ণ সুযোগ রয়েছে বলে মনে করছে রাশিয়া। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র ইভান নাচায়েভ তার দেশের এ অবস্থান স্পষ্ট করে বলেছেন, আলোচনায় সকল পক্ষের স্বার্থ রক্ষা করার বিষয়ে পাশ্চাত্যের একটি স্পষ্ট ধারণা থাকতে হবে।

প্রায় পাঁচ মাস বিরতির পর গত বৃহস্পতিবার ভিয়েনা সংলাপ আবার অনুষ্ঠিত হয়। এই আলাচনা এখন উপসংহার টানার পর্যায়ে থাকলেও গত সপ্তাহের আলোচনায় তেমন কোনো অগ্রগতি হয়নি। পর্যবেক্ষকরা বলছেন, একটি চূড়ান্ত চুক্তি নির্ভর করছে পরমাণু সমঝোতা লঙ্ঘনকারী দেশ আমেরিকার পক্ষ থেকে প্রয়োজনীয় ছাড় দেয়ার ওপর।

সিনিয়র রুশ কূটনীতিক নাচায়েভ গতকাল (বৃহস্পতিবার) মস্কোয় সাংবাদকিদের বলেন, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের চুক্তি করা তখনই সম্ভব হবে যখন এতে স্বাক্ষরকারী সবগুলো দেশের স্বার্থ সঠিকভাবে রক্ষা করা সম্ভব হবে। পশ্চিমা দেশগুলো এ ব্যাপারে একটি স্পষ্ট উপলব্ধিতে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বলেন, ভিয়েনা সংলাপে জড়িত দেশগুলোর দৃষ্টিভঙ্গি তখনই সমন্বয় করা সম্ভব হবে যখন তারা পরস্পরের দৃষ্টিভঙ্গির কাছাকাছি পৌঁছাতে পারবে। তিনি বলেন, পরমাণু সমঝোতার মূল পক্ষগুলোর মধ্যে এখন আর কোনো অমীমাংসিত বিষয় নেই।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news