ইইউর প্রস্তাবের জবাব দিয়েছে ইরান পর্যালোচনা চলছে: মুখপাত্র

ইরানের পরমাণু সমঝোতা আবার কার্যকর করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়ন বা ইইউর পক্ষ থেকে যে খসড়া প্রস্তাব দেয়া হয়েছিল তেহরান তার জবাব দিয়েছে বলে নিশ্চিত করেছে ইইউ। এটি বলেছে, পরমাণু সমঝোতার অন্যান্য পক্ষের পাশাপাশি আমেরিকাকে সঙ্গে নিয়ে ইরানের জবাব পর্যালোচনা করে দেখা হচ্ছে।

ইইউর পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের মুখপাত্র নাবিলা মাসরালি মঙ্গলবার রাতে ইরানের বার্তা সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাৎকারে এ তথ্য জানান। তিনি বলেন, “আমরা ইরানের জবাব পর্যালোচনা করে দেখছি এবং বিষয়টি নিয়ে পরমাণু সমঝোতার অন্য দেশগুলোর পাশাপাশি আমেরিকার সঙ্গে পরামর্শ করছি।”

ভিয়েনায় ইরান সংক্রান্ত সর্বশেষ আলোচনা গত ৪ আগস্ট শুরু হয়ে ৮ আগস্ট পর্যন্ত চলে। ওই আলোচনায় ইইউর পক্ষ থেকে একটি চূড়ান্ত চুক্তির খসড়া উত্থাপন করা হয়।ওই খসড়ায় এর আগের আলোচনায় অংশগ্রহণকারী দেশগুলো যে সব বিষয়ে মতৈক্যে পৌঁছেছিল তার সারসংক্ষেপ এবং এতে ইইউর পক্ষ থেকে কয়েকটি সংশোধনী আনা হয়। এটি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করার পর ইরান সোমবার রাতে নিজের জবাব ইইউকে জানায়।

ইরানের জবাবে বলা হয়, পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনায় তেহরান বহু ছাড় দিয়েছে; কাজেই এবার আমেরিকার পালা। আমেরিকা যদি সত্যিই পরমাণু সমঝোতা আবার কার্যকর করার ব্যাপারে আন্তরিক হয় তাহলে তাকে বাস্তবদর্শী হতে হবে এবং প্রয়োজনীয় ছাড় দিতে হবে।

এ সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, আমরা হয়তো শিগগিরই চূড়ান্ত চুক্তি স্বাক্ষরের ব্যাপারে একটি মতৈক্যে পৌঁছাতে পারব। আমেরিকা ইরানের তিনটি প্রস্তাবের মধ্যে দু’টি প্রস্তাবের ব্যাপারে মৌখিক সম্মতি দিয়েছে বলে তিনি জানান।আব্দুল্লাহিয়ান বলেন, আমেরিকার পরমাণু সমঝোতা থেকে আবার বেরিয়ে যাওয়ার পথ কঠিন করার জন্য ইরান তৃতীয় যে প্রস্তাব দিয়েছে সে ব্যাপারে ওয়াশিংটনের উত্তরের অপেক্ষায় রয়েছে তেহরান।খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news