রাশিয়া থেকে ৩,৫০০ কোটি ডলারের তেল গ্যাস ও কয়লা কিনেছে চীন
ইউক্রেন সংঘাত ছড়িয়ে পড়ার পর রাশিয়া থেকে চীনের জ্বালানি আমদানি শতকরা ৭৫ ভাগ বেড়ে গেছে। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানকে কেন্দ্র করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলো লাগামহীনভাবে মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করার পরই চীন রাশিয়া থেকে জ্বালানি আমদানি ব্যাপক মাত্রায় বাড়িয়ে দিয়েছে।
চীন যেখানে রাশিয়া থেকে বছরে দুই হাজার কোটি ডলারের তেল, গ্যাস এবং কয়লা কিনতো সেখানে মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত এই সময়ে ৩,৫০০ কোটি ডলারের জ্বালানি আমদানি করেছে চীন। মার্কিন দৈনিক ব্লুমবার্গ এ খবর দিয়েছে।
অবশ্য ইউক্রেন সংঘাত ছড়িয়ে পড়ার পর পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞার মুখে রাশিয়া কিছুটা কম মূল্যে তেল-গ্যাস বিক্রির ঘোষণা দেয়। মস্কোর কাছ থেকে চীন সেই সুযোগ নিয়েছে।
শুধুমাত্র জুলাই মাসে রাশিয়া থেকে চীন ৭.৪ মিলিয়ন টন কয়লা আমদানি করেছে যা গত বছরের একই সময়ের চেয়ে শতকরা ১৪ ভাগ বেশি। এর মাধ্যমে চীনে কয়লা রপ্তানির ক্ষেত্রে রাশিয়া এখন শীর্ষ অবস্থানে রয়েছে। এর আগে ইন্দোনেশিয়া ছিল চীনের প্রধান কয়লা সরবরাহকারী দেশ। একইভাবে রাশিয়া থেকে এলএনজি কেনার পরিমাণ ও শতকরা ২০ ভাগ বাড়িয়েছে চীন।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে