পরমাণু সমঝোতা পুনর্বহাল সম্পর্কে ইরানের জবাব যৌক্তিক: ইইউ

ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে ইরনের পক্ষ থেকে ইউরোপীয় জোটের প্রস্তাবের ব্যাপারে যে জবাব দেয়া হয়েছে তা যৌক্তিক।

তিনি বলেন, “ভিয়েনা সংলাপের সমন্বয়কারী হিসেবে আমার পক্ষ থেকে ইরানের কাছে একটি প্রস্তাব ছিল, সেই প্রস্তাবে যে জবাব দিয়েছে তারা আমি তাকে যৌক্তিক মনে করি। ইরানের জবাব আমেরিকার কাছে পৌঁছে দেয়া হয়েছে তবে তারা এখনো আনুষ্ঠানিকভাবে কোনো জবাব দেয়নি।”

স্পেনের উত্তরাঞ্চলীয় শান্তানদার শহরের একটি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে এসব কথা বলেন জোসেফ বোরেল। তিনি জানান, পরমাণু সমঝোতা পুনর্বহালের ব্যাপারে চলতি সপ্তাহে একটি বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। বোরেল বলেন, গত সপ্তাহের শেষ দিকে ভিয়েনায় এ ব্যাপারে বৈঠক অনুষ্ঠানের কথা ছিল কিন্তু সম্ভব হয়নি। যদি সম্ভব হয় তাহলে সেটি চলতি সপ্তাহে অনুষ্ঠিত হবে।

পরমাণু সমঝোতা পুনর্বহালের বিষয়ে ইরান এবং আমেরিকার মধ্যে গত ১৬ মাস ধরে পরোক্ষ বৈঠক হচ্ছে। এ বিষয়ে গত সপ্তাহে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে দেয়া একটি প্রস্তাবের বিষয়ে ইরান জবাব দিয়েছে। এখন সে ব্যাপারে মূলত আমেরিকা এবং পরমাণু সমঝোতার অন্য পক্ষগুলো তাদের সিদ্ধান্ত জানাবে। এরই মধ্যে জল্পনা ছড়িয়ে পড়েছে যে, এই প্রস্তাবের ভিত্তিতে পরমাণু সমঝোতা পুনর্বহাল হতে পারে।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news