ইরানে চলছে বিশ্বের শ্রেষ্ঠ স্নাইপারদের চ্যালেঞ্জ

ইসলামি প্রজাতন্ত্র ইরানে আন্তর্জাতিক স্নাইপার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। এই চ্যালেঞ্জে অংশ নিচ্ছেন বিশ্বের শ্রেষ্ঠ শুটাররা।

আন্তর্জাতিক এই ইভেন্টে রাশিয়া, চীন, বেলারুশ, উজবেকিস্তান, জিম্বাবুয়ে, আজারবাইজান এবং ইরানের প্রতিযোগীরা অংশ নিচ্ছেন। ইরানের মধ্যাঞ্চলীয় ইয়াযদ শহরে অনুষ্ঠিত হচ্ছে এই প্রতিযোগিতা।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি দশ দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করেছে এবং ২০টি ইভেন্টে চলছে এই প্রতিযোগিতা। এতে মূলত নানারকম যুদ্ধ পরিস্থিতিতে স্নাইপারদের শুটিং দক্ষতা যাচাই করা হচ্ছে।

রাশিয়ায় যে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া অনুষ্ঠিত হচ্ছে তার অংশ হিসেবে ইরানে চলছে স্নাইপারদের এই প্রতিযোগিতা। রাশিয়ার আর্মি গেমসে বিশ্বের ৩৭টি দেশ ২৭০টি ইভেন্টে অংশ নিচ্ছে। আজ ২৭ আগস্ট ইরানে অনুষ্ঠিত স্নাইপারদের প্রতিযোগিতা শেষ হবে এবং শ্রেষ্ঠ স্নাইপারদের পুরস্কৃত করা হবে।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা জানিয়েছেন, এখানে কে জিতল এবং কে হারলো সেটি বড় কথা নয় বরং এখানে অংশগ্রহণকারী দেশগুলোর সবার একই লক্ষ্য এবং তা হচ্ছে এসব দেশের মধ্যে শান্তি ও বন্ধুত্ব প্রতিষ্ঠা।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/ একে 

news