কঠিন দিনগুলোতে ইরান সব সময় পাকিস্তানের পাশে ছিল: শরিফ

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি পাকিস্তানের বন্যা দুর্গত মানুষদের জন্য প্রয়োজনীয় ত্রাণ সাহায্য পাঠাতে তার দেশের প্রস্তুতির কথা ঘোষণা করেছেন। তিনি শনিবার পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফকে টেলিফোন করে তার দেশের ওই প্রস্তুতির কথা জানান।

ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে পাকিস্তানে চলতি আগস্ট মাসে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে এবং দেশটির প্রায় এক পঞ্চমাংশ এলাকা বন্যার পানিতে তলিয়ে গেছে। বন্যার ফলে পানিতে ডুবে যাওয়াসহ অন্যান্য নানা কারণে অন্তত এক হাজার মানুষের মৃত্যু হয়েছে এবং প্রায় তিন কোটি মানুষ পানিতে ডুবে যাওয়া ঘরবাড়ি ছেড়ে অপেক্ষাকৃত উঁচু স্থানগুলোতে আশ্রয় নিয়েছে। পাকিস্তানের জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শেরি রেহমান গত শুক্রবার বন্যার কারণে তার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন।

টেলিফোনালাপে রায়িসি বলেন, পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য সম্ভাব্য সব রকম সহায়তা পাঠাতে তিনি ইরানের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দিয়েছেন। বন্যায় জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতে তিনি পাকিস্তানের সরকার ও জনগণকে সমবেদনা জানান। এ সময় ইরানের প্রেসিডেন্ট পাকিস্তানের সঙ্গে তার দেশের সম্পর্ক ও সহযোগিতা শক্তিশালী করারও আগ্রহ প্রকাশ করেন।

ফোনালাপে পাকিস্তানের প্রধানমন্ত্রী তার দেশের বন্যা পরিস্থিতির একটি সার্বিক চিত্র তুলে ধরেন এবং এই বিপদে পাকিস্তানের পাশে দাঁড়ানোর জন্য ইরান সরকারকে ধন্যবাদ জানান। শেহবাজ শরিফ বলেন, কঠিন দিনগুলোতে ইরান সব সময় পাকিস্তানের পাশে ছিল। খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news