চিন মোকাবিলায় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে: মার্কিন নৌবাহিনীর প্রধান

 চিন মোকাবিলায় মার্কিন মুলুকের কাঁধে কাঁধ মিলিয়ে চলার দিকে এগোচ্ছে ভারত (India-US Relation)। ভবিষ্যতে ভারত চিনকে ঠেকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে মনে করছেন মার্কিন নৌবাহিনী প্রধান (US Navy Chief) অ্যাডএম মাইক গিল্ডে। তিনি আরও বলেন, বর্তমানে ভারত চিনকে (China) দ্বিমুখী সমস্যায় ফেলছে।

সংবাদমাধ্যম সূত্রে খবর, গত বৃহস্পতিবার ওয়াশিংটনে হেরিটেজ ফাউন্ডেশনের একটি সেমিনারে উপস্থিত হয়ে মাইক বলেন, ‘ভারত এখন চিনকে শুধু পূর্বদিক থেকে নয়, দক্ষিণ চিন সাগর ও তাইওয়ান প্রণালীর দিকে তাকাতে বাধ্য করছে।’ তিনি আরও যোগ করেন, ‘ভারত ভবিষ্যতে চিনকে মোকাবিলা করার ক্ষেত্রে আমেরিকার গুরুত্বপূর্ণ অংশীদার হয়ে উঠবে।’

উল্লেখ্য, মার্কিন নৌবাহিনীর প্রধান বেশ কয়েকবার ভারত সফরে এসেছেন। গত বছরের অক্টোবরেই তিনি পাঁচদিন ভারত থেকে ঘুরে গেছেন। তিনি সেই কথা স্মরণ করে বলেন, ‘ভারত মহাসাগরের যুদ্ধক্ষেত্রে ক্রমশ আমাদের কাছে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। ভারত ও চিনের মধ্যে বর্তমানে তাদের সীমান্ত নিয়ে সংঘর্ষ চলছে। তবে এটা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ।’

এদিকে, সম্প্রতি সীমান্তে চিনের ওপর নজরদারি বাড়াতে প্রিডেটর আর্মার্ড ড্রোন কেনার জন্য মার্কিন মুলুকের সঙ্গে কথাবার্তা একপ্রকার চূড়ান্ত। এই বিষয়ে নয়াদিল্লি ও ওযাশিংটনের মধ্যে আলোচনা চলছে। ভারতের কাছেও এই ড্রোন এলে তা নিঃসন্দেহে শত্রু দেশদের কাছে বিপদসঙ্কেত।খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে 

news