নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূতকে নাস্তানাবুদ করল রাশিয়া

 

আফগানিস্তানের চুরি করা অর্থ ফেরত দেয়ার জন্য আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া গতকাল (মঙ্গলবার) এ আহ্বান জানান।

তিনি বলেছেন, “আফগানিস্তানের পুনর্গঠনের জন্য অন্য দেশের কাছে অর্থ না চেয়ে বরং আফগানিস্তান থেকে যে অর্থ আমেরিকা চুরি করে নিয়েছে তা ফেরত দিক।” জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ডকে লক্ষ্য করে নেবেনজিয়া এ কথা বলেন।

আফগানিস্তানের পুনর্গঠন নিয়ে গতকাল নিরাপত্তা পরিষদে বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে মার্কিন রাষ্ট্রদূত  অভিযোগ করেন, ২০ বছরের যুদ্ধে আফগানিস্তান ধ্বংসস্তুপে পরিণত হলেও এর পুনর্গঠনে রাশিয়া খুব সামান্যই অর্থ দিয়েছে।


থমাস লিন্ডার এই অভিযোগের জবাবে রুশ রাষ্ট্রদূত বলেন, "আপনাদের নিজেদের ভুলের মূল্য আপনাদেরকেই মূল্য দিতে হবে। এবং আফগানিস্তানের পুনর্গঠনের শুরুতে আফগানিস্তান থেকে চুরি করে আনা অর্থ দেশটির জনগণকে ফেরত দেয়া জরুরি। আমরা আফগানিস্তানকে সাহায্য করছি এবং তা অব্যাহত থাকবে। আমরা আপনাদেরকে পরামর্শ দেব ২০ বছর যুক্তিহীন দখলদারিত্বের জন্য আফগানিস্তানের পুনর্গঠনের মূল্য আপনারাই পরিশোধ করুন। আপনাদের দখলদারিত্বের কারণে আফগানিস্তান ধ্বংস হয়েছে এবং দেশটির জনগণের অস্তিত্ব টিকে থাকার প্রশ্ন দেখা দিয়েছে।”

রাশিয়ার রাষ্ট্রদূত সুস্পষ্ট করে বলেন, আফগানিস্তানের ধ্বংস এবং আজকের অবস্থার জন্য আমেরিকা এবং ন্যাটো জোট দায়ী এবং তাদেরকেই আফগানিস্তানের পুনর্গঠনের সমস্ত অর্থ পরিশোধ করতে হবে। রাশিয়া এবং চীনকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলা হচ্ছে তা নিতান্তই দুঃখজনক। তিনি আরো বলেন, “নিজেদের ভুল স্বীকার এবং আফগান পরিস্থিতি ঠিকঠাক করার পরিবর্তে রাশিয়া এবং চীনকে অন্যের বিল পরিশোধ না করার জন্য আমেরিকা অভিযুক্ত করছে। এটি অত্যন্ত হাস্যকর প্রস্তাব।”

গত বছরের ১৫ আগস্ট আফগানিস্তান থেকে তড়িঘড়ি করে মার্কিন সেনারা চলে যাওয়ার পর দেশটির প্রায় এক হাজার কোটি ডলার আটকে দিয়েছে আমেরিকা। এই অর্থ খুব শিগগিরই অবমুক্ত করা হবে না বলে মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি ঘোষণা দিয়েছেন। এরপর আফগানিস্তানের পুনর্গঠনের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক হলো এবং আমেরিকার বিরুদ্ধে তীব্র ভাষায় এই সমস্ত সমালোচনা করলেন রুশ রাষ্ট্রদূত।খবর পার্সটুডে /এনবিএস/২০২২/একে

news