নব্য-নাৎসীবাদীদের শাসন থেকে ইউক্রেনকে মুক্ত করা হবে: ল্যাভরভ
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, ইউক্রেনের জনগণ তাদের স্লাভীয় ভাইদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার অধিকার সংরক্ষণ করে। কিন্তু দেশটির ক্ষমতায় থাকা নব্য-নাৎসীবাদীরা এটা চায় না বলে কিয়েভের ক্ষমতা থেকে নব্য-নাৎসীবাদীদের বিতাড়ন করতে হবে।
শনিবার রোসিয়া-২৪ চ্যানেলে সম্প্রচারিত এক ভিডিও বার্তায় ল্যাভরভ বলেন, “ইউক্রেনের জনগণ তাদের স্লাভীয় ভাইদের সঙ্গে সুপ্রতিবেশীসুলভ, বন্ধুত্বপূর্ণ ও সমৃদ্ধ সম্পর্ক বজায় রাখার অধিকার ভোগ করতে চায়।”
রাশিয়া, ইউক্রেন, বেলারুশ, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া ও স্লোভেনিয়াকে স্লাভীয় ভাষাভাষী দেশ বলে অভিহিত করা হয়। মূলত এটি ইন্দো-ইউরোপীয় ভাষাসমূহের একটি উপশাখা এবং স্লাভীয় জনগোষ্ঠীর মুখের বিভিন্ন ভাষার সমষ্টিগত নাম। পূর্ব ইউরোপ, বলকান, মধ্য ইউরোপ ও এশিয়ার কিছু অংশে এই ভাষাগুলো ব্যবহার হয়।
রুশ পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ নব্য-নাৎসীবাদীদের কথা বলে মূলত ইউক্রেনের সরকার পরিবর্তনের আভাস দিলেন; যদিও গত সপ্তাহে মস্কো বলেছিল, ইউক্রেনের সরকার পরিবর্তন করার ইচ্ছে রাশিয়ার নেই।
ইউক্রেন সরকার মিনস্ক চুক্তি পুরোপুরি মেনে চলতে ব্যর্থ হওয়ার পর চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করে রাশিয়া। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তখন থেকে বলে এসেছেন, ইউক্রেনকে নাৎসীমুক্ত করা হচ্ছে তার এ সামরিক অভিযানের অন্যতম প্রধান লক্ষ্য।
আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো রাশিয়ার এই অভিযানকে ‘পুতিনের ভূমি জবরদখল’ বলে উল্লেখ করেছে। এসব পশ্চিমা দেশ মস্কোর বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরে রাশিয়া বলছে, ইউক্রেন মস্কোর একগুচ্ছ দাবি মেনে না নেয়া পর্যন্ত সামরিক অভিযান বন্ধ হবে না। এসব দাবির মধ্যে রয়েছে, ইউক্রেনকে এই অঙ্গীকার করতে হবে যে, সে কখনও মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোতে যোগ দেবে না।
খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে