টেকসই চুক্তি চাই তবে জাতীয় স্বার্থ হচ্ছে রেড লাইন: আমির আব্দুল্লাহিয়ান

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, তেহরান টেকসই পরমাণু চুক্তি চায় তবে সেক্ষেত্রে জাতীয় স্বার্থ হবে ‘রেড লাইন’। অর্থাৎ জাতীয় স্বার্থ রক্ষিত না হলে ইরান কোনো চুক্তি করবে না।

সার্বিয়ায় বসবাসরত ইরানি নাগরিকদের সঙ্গে গতকাল এক বৈঠকে আমির আবদুল্লাহিয়ান এ কথা বলেছেন। তিনি বলেন, "আমরা এমন কোন চুক্তি চাই না যা টেকসই হবে না এবং ইরানি জনগণের স্বার্থ রক্ষা করবে না। ইরানি জাতির স্বার্থের নিশ্চয়তা ছাড়া কিছুই আমাদের কাছে রেড লাইন নয়।"

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিমাদের অন্যায় নিষেধাজ্ঞা সত্ত্বেও তেহরান তেল এবং তেল-বহির্ভূত অন্যান্য পণ্য রপ্তানির ক্ষেত্রে ভালো অবস্থানে রয়েছে। সার্বিয়া সফর প্রসঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দুই দিনের সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক অনেক জোরদার হবে বলে আশা করা হচ্ছে। দ্বিপক্ষীয় সম্পদ সম্পর্কের ক্ষেত্রে এই শহর নতুন অধ্যায় সূচনা করবে বলে তিনি মন্তব্য করেন।

আমির আব্দুল্লাহিয়ান বলেন, ইরানের ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ভিত্তি হচ্ছে প্রতিবেশী এবং এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করা তবে জাতীয় স্বার্থ যেখানে সুরক্ষিত হবে ইরান সেখানেই উপস্থিত থাকবে। তিনি বলেন, “আমরা আমাদের জাতীয় স্বার্থের জন্যই পাশ্চাত্য এবং প্রাচ্যে সবখানেই উপস্থিত আছি।
 খবর পার্সটুডে/এনবিএস/২০২২/একে

news