ইউক্রেনে অস্ত্র পাঠানোর কারণে পরিস্থিতি আরো খারাপ হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান বলেছেন, আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো কোন বাছ-বিচার ছাড়াই ইউক্রেনে যে অস্ত্রের ব্যাপক চালান পাঠাচ্ছে তাতে যুদ্ধ পরিস্থিতি আরো খারাপ হচ্ছে।

গতকাল (বৃহস্পতিবার) ফিনল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী পেকা হাবিস্তোর সঙ্গে টেলিফোন আলাপে ইরানি পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। ফিনল্যান্ডের পক্ষ থেকে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার জন্য অনুরোধ করা হয়।
টেলিফোন আলাপে দুই মন্ত্রী দ্বিপক্ষীয় সম্পর্ক আরো উন্নত করাসহ আন্তর্জাতিক বিভিন্ন ঘটনা নিয়ে আলোচনা করেন। ইউক্রেন প্রসঙ্গে আমির আবদুল্লাহিয়ান বলেন, ইউক্রেনসহ যেকোনো জায়গায় যুদ্ধ অব্যাহত থাকার বিপক্ষে ইরান।
এর আগেও ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয় বহুবার বলেছে যে, ইরানের অবস্থান ইউক্রেন যুদ্ধের বিপক্ষে এবং দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির জন্য কাজ করতে প্রস্তুত রয়েছে। পাশাপাশি রাশিয়াকে ইরান অস্ত্র সরবরাহ করছে বলে পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে তা দফায় দফায় নাকচ করেছে তেহরান।
ইরান বলে আসছে, রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে প্রতিরক্ষা সহযোগিতা রয়েছে। তারপর ইরান সবসময় সংলাপ এবং কূটনীতির মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্বাসী।
খবর পার্সটুডে/ এনবিএস/২০২২/একে

news