ইরানে মহিলাদের চোখ, স্তন, যৌনাঙ্গ লক্ষ্য করে পেলেট গান! তুমুল সংঘর্ষ হিজাব-আন্দোলনে
নিরস্ত্র মহিলাদের (Iranian women) লক্ষ্য করে ছোড়া হচ্ছে শটগান, বেধড়ক মারধর করা হচ্ছে আন্দোলনকারীদের! ইরানের বিক্ষোভ দমন করতে যেন মরিয়া হয়ে উঠেছে সরকার। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে নিরাপত্তাবাহিনী। অভিযোগ, নিরস্ত্র মহিলাদের রীতিমতো ‘টার্গেট’ করছে তারা! চোখ, মুখ, স্তন, যৌনাঙ্গ লক্ষ্য করে ছোড়া হচ্ছে শটগান (shot in eyes)!
কাল থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি ইরানে। এমনিতেই সে দেশে হিজাব-বিরোধী আন্দোলন (hijab protest) চলছেই কয়েক মাস ধরে। সেপ্টেম্বর মাসে সেই আন্দোলনে অংশ নেওয়া তরুণী, ২২ বছরের মহসা আমিনির মৃত্যু হয় পুলিশি হেফাজতে। তার পরে ফের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ইরান। সেই বিক্ষোভের মুখ, ২৩ বছরের যুবক মোহসেনা শেকারিকে আবার গতকাল ফাঁসিতে চড়িয়েছে ইরান।
এর পরেই তেহরান-সহ একাধিক শহরে কার্যত আগুন জ্বলে গিয়েছে। পথে নেমেছেন হাজার হাজার ছাত্রযুব। তাঁদের সঙ্গেই সরাসরি সংঘর্ষ নিরাপত্তা বাহিনীর।
জানা গেছে, আন্দোলন দমন করতে পাখি মারার পেলেট গান বেছে নিয়েছে বাহিনী। ক্ষতবিক্ষত বহু মহিলার চিকিৎসা চলছে আন্দোলনস্থলেই। পুরুষরাও আহত, তাঁদের পা, পিঠ বেশি জখম হয়েছে। কিন্তু মহিলাদের ক্ষেত্রে তা নয়। তাঁদের মুখ, চোখ, স্তন, পায়ের মাঝেই মূল লক্ষ্য নিরাপত্তা বাহিনীর।
খবর দ্য ওয়ালের / এনবিএস/২০২২/একে


