ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্থাপনের অর্থ দুধ-কলা দিয়ে সাপ পোষা’

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রায়িসি বলেছেন, ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার অর্থ হবে দুধ-কলা দিয়ে সাপ পোষা। তিনি আরো বলেছেন, ইসরাইল একটি অবৈধ ও ভঙ্গুর রাষ্ট্র; রাষ্ট্রীয় সন্ত্রাসাবাদ, পদ্ধতিগতভাবে মানবাধিকার লঙ্ঘন, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে নিষিদ্ধ অস্ত্র প্রয়োগ কিংবা আল-আকসা মসজিদের অবমাননা করে ইসরাইল তার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি।

তিনি বৃহস্পতিবার তেহরানে নিযুক্ত মুসলিম দেশগুলোর রাষ্ট্রদূত ও মিশন প্রধানদের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। বিশ্ব কুদস দিবস পালনের প্রাক্কালে অনুষ্ঠিত এ বৈঠকে দখলদার ইসরাইলের সঙ্গে কিছু মুসলিম দেশের সম্পর্ক স্থাপনের প্রতি ইঙ্গিত করে রায়িসি বলেন, যেসব দেশ রক্তপিপাসু ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে তাদের উদাহরণ সেইসব মানুষের মতো যারা দুধ-কলা দিয়ে কালসাপ পোষে। নিঃসন্দেহে মুসলিম বিশ্ব এই পদক্ষেপ মেনে নেবে না এবং এসব মুসলিম দেশ বিশ্বের ২০০ কোটি মুসলমানের তীব্র ঘৃণার শিকার হবে। 

ফিলিস্তিনি প্রসঙ্গকে জীবন্ত রাখতে বিশ্ব কুদস দিবস পালনের গুরুত্ব তুলে ধরে প্রেসিডেন্ট রায়িসি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) অত্যন্ত দূরদৃষ্টি নিয়ে এই দিবস পালনের ঘোষণা দিয়ে মুসলিম বিশ্বের হৃদস্পন্দন হিসেবে ফিলিস্তিন ইস্যুকে বাঁচিয়ে রেখেছেন।তিনি বলেন, প্রতি বছর এই দিন নির্যাতিত ফিলিস্তিনি জনগণের জন্য আশার আলোকবর্তিকা এবং ইহুদিবাদী ইসরাইলের জন্য হতাশার বার্তা নিয়ে আগমন করে।
ইরানের প্রেসিডেন্ট নির্যাতিত ফিলিস্তিনি জনগণের প্রতি তার দেশের অকুণ্ঠ সমর্থনের কথা উল্লেখ করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরান কাজে প্রমাণ করেছে যে,  দেশটি ফিলিস্তিনি জনগণের স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠায় চেষ্টা চালাচ্ছে।

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনী (রহ.) প্রত্যেক রমজান মাসের শেষ শুক্রবারকে বিশ্ব কুদস হিসেবে ঘোষণা করেছিলেন।সে হিসেবে আজ (শুক্রবার) বিশ্ব কুদস দিবস। ফিলিস্তিনের মুক্তি সংগ্রামের প্রতি সমর্থন জোরদারের লক্ষ্যে ইমাম খোমেনী কুদস দিবস ঘোষণা করেন যা প্রতি বছর ইরানসহ বিশ্বের প্রায় সব দেশে পালিত হয়।খবর পার্সটুডের/এনবিএস/২০২২/একে

news