বিস্ফোরক ঠাসা ঝাঁকে ঝাঁকে বোমারু ড্রোন কিয়েভের আকাশে, ইউক্রেনে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে রাশিয়া
ইউক্রেনে হামলা চালানোর রণকৌশল বদলে ফেলেছে রাশিয়া। ঝাঁকে ঝাঁকে রুশ বোমারু ড্রোনে ছেয়ে গেছে ইউক্রেনের আকাশ। চল্লিশের বেশি আত্মঘাতী ড্রোন (drone attack) উড়ছে কিয়েভের আকাশে। এই পরিস্থিতিতে সোমবার রাজধানীতে সতর্কতা জারি করা হয়েছে সরকারি তরফে।
গত ৩ মাস ধরেই ইরানে তৈরি ‘কামিকাজে’ (আত্মঘাতী) ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে রাশিয়ার বাহিনী। তবে সোমবার ভোররাতের মতো বড় হামলা আগে হয়নি ইউক্রেনের রাজধানীতে। অন্তত ৩৫টি ড্রোন ঘনবসতিপূর্ণ অঞ্চলে বিদ্যুৎকেন্দ্র এবং জল সরবরাহ কেন্দ্রগুলিতে হামলা চালায় (drone attack) বলে অভিযোগ। রাতে ইউক্রেনের রাজধানীকে নিশানা করে ধারাবাহিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়েছিল রুশ ফৌজ।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, আগেই সাইরেন শোনা গিয়েছিল। লোকজন প্রাণভয়ে বাড়িতে ঢুকে পড়ে। তার পরেই দেখা যায় কয়েকটি বাড়ির ওপরে আগুনের গোলার মতো কিছু একটা পড়ল। প্রচণ্ড বিস্ফোরণের পরে গাঢ় কমলা রঙের ধোঁয়া বের হতে শুরু করল। দাউদাউ করে জ্বলে উঠল আগুন। সেই সঙ্গে মানুষজনের আর্তনাদে ভারী হয়ে ওঠে আকাশ।
ইউক্রেনে এখনও লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। শীতের মরসুমে রুশ বাহিনী ভয়ঙ্কর হামলা চালাতে পারে বলে আশঙ্কা করছে ইউক্রেন (Russia-Ukraine War)। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আশঙ্কা, রুশ সেনার প্রত্যাঘাত আরও প্রাণঘাতী হতে পারে। তাছাড়া বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলিতে রাশিয়া হামলা চালিয়ে যাচ্ছে। বিদ্যুতের সরবরাহও কমে গেছে। শীতে তুষারপাতে ঢেকে যাবে গোটা ইউক্রেন। তার মধ্যে বিদ্যুৎ না থাকলে পরিস্থিতি আরও ভয়ঙ্কর হয়ে উঠবে। এরই সুযোগ নিতে পারে রুশ বাহিনী।
সম্প্রতি, একটি সমীক্ষায় দেখা গিয়েছে, রুশ হামলার কারণে ইউক্রেনের প্রায় ১ কোটি বাসিন্দা বিদ্যুৎ সঙ্কটের মুখে পড়েছেন। পানীয় জলের সরবরাহ কমে গেছে। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভ, খারকিভ-সহ বিভিন্ন অঞ্চলে আবারও বিমান হামলা জোরদার করেছে রুশ বাহিনী (Russia-Ukraine War)। বিদ্যুৎ পরিষেবা কেন্দ্র, হাসপাতাল লক্ষ্য করে চলছে হামলা।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


