বরফের বুকে একলা হরিণ, মাথা ঝাঁকিয়ে খসিয়ে ফেলল রাজকীয় শিং! দেখুন আলাস্কার আশ্চর্য ভিডিও

বরফে মোড়া প্রান্তরে হেঁটে যাচ্ছে একটি হরিণের মতো দেখতে প্রাণী। কিছুক্ষণের জন্য দাঁড়াল সে। তার পরেই একটু নিচু হয়ে ঝাঁকাল মাথাটা, আর পাতা ঝরার মতো করে খসে পড়ে গেল তার রাজকীয় শিং (Moose Shedding Antlers)! তার পরেই দৌড়ে অন্যদিকে চলে গেল সে, যেন বিশাল কোনও ভার লাঘব হয়েছে তার।
এমনই একটি বিরল ভিডিও ভাইরাল (Rare Video) হয়েছে সোশ্যাল মিডিয়ায়। টায়রা বোগার্ট নামের এক তরুণী এই ভিডিও পোস্ট করে লেখেন, এমন ভিডিও সহজে মেলে না! আমার চোখের সামনেই শিং খসাল একটি আলাস্কান হরিণ!’ পোস্ট করার পরেই কয়েক লক্ষ মানুষ দেখে ফেলেন ভিডিওটি। লাইক-কমেন্ট-শেয়ারে ভরে যায় দেওয়াল।
 

জানা গেছে, ভিডিওটি আলাস্কার। সেখানেই প্রতি শীতকালে, মেটিং সিজনের পরে এভাবে শিং খসে যায় ওই হরিণের। সেই ভিডিও দেখে মুগ্ধ নেটিজেনরা। প্রকৃতির এমন অদ্ভুত নিয়মকে কাছ থেকে দেখতে পাওয়াও তো এক সৌভাগ্য। 
টায়রা বোগার্ট জানিয়েছেন, তিনি তাঁর বোনের বাড়িতে গিয়েছিলেন। হঠাতই বাড়ির সামনের দরজায় লাগানো ক্যামেরা মারফত তিনি একটি নোটিফিকেশন পান, কোনও কিছু নড়াচড়া করছে। দৌড়ে গিয়ে তিনি দেখেন, একটি হরিণ হেঁটে যাচ্ছে। তার পরেই মাথাজোড়া শিং খসে যায় সেটির। এর পরে নীচে নেমে গিয়ে সেই শিং কুড়িয়েও আনেন টায়রা। তিনি জানিয়েছেন, এক একটি শিঙের দৈর্ঘ্য ২ ফুটেরও বেশি।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে
 

news