ঘুম ভেঙেছে শি জিনপিংয়ের! প্রশাসনকে নির্দেশ, ‘দেশের মানুষকে বাঁচাতে ঝাপিয়ে পড়ুন’
চিনে (China) যে ভাবে প্রতিদিন দিনে লক্ষ লক্ষ মানুষ কোভিডে (Covid) আক্রান্ত হচ্ছেন, তাতে গোটা দুনিয়া ভয়ে কাঁপছে। গত ১০ দিন ধরে আতঙ্কের সুনামি চলছে বিশ্বজুড়ে। অবশেষে যেন ঘুম ভাঙল চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের (Xi Jinping)!
সোমবার চিনা প্রেসিডেন্ট তাঁর প্রশাসনকে বার্তা দিয়েছেন, ‘মানুষের প্রাণ বাঁচাতে এখনই ঝাঁপিয়ে পড়তে হবে। এটাই প্রকৃত দেশপ্রেমের সময়।’ গত কয়েকদিন ধরেই শি জিনপিংয়ের প্রশাসনিক গাফিলতি নিয়ে আন্তর্জাতিক মহলে সমালোচনা হচ্ছে। অনেকের দাবি, কোভিড সংক্রমণ রুখতে চিন জিরো টলারেন্স নীতি শিথিল করার কারণেই নতুন করে করোনার বিস্ফোরণ হয়েছে।
একাধিক আন্তর্জাতিক রিপোর্টে দাবি করা হয়েছে, চিনের হাসপাতালগুলিতে উপচে পড়ছে রোগী। যে হাসপাতালে ৫০০ জন রোগীর চিকিৎসা সম্ভব সেখানে হয়তো তিন হাজার রোগীর চিকিৎসা চলছে। সেইসঙ্গে ওষুধ এবং চিকিৎসা সামগ্রীর জোগানের ক্ষেত্রেও টান পড়েছে বলে খবর।
চিন যদিও এ ব্যাপারে কিছু স্বীকার করেনি। এমনকি রবিবার ও সোমবার করোনায় কারও মৃত্যু হয়নি বলেও দাবি বেজিংয়ের। যাকে অনেকেই মনে করছেন, তথ্য গোপন করা হচ্ছে। কারণ একাধিক আন্তর্জাতিক স্বাস্থ্য সমীক্ষায় দাবি করা হয়েছে, চিনে যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে আগামী কয়েক মাসে সে দেশে ১০ লক্ষ মানুষের মৃত্যু হতে পারে।
খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/একে


