আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবি, কমপক্ষে ১৮০ জন রোহিঙ্গা শরণার্থীর মৃত্যু, নিখোঁজ বহু

আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবি। কমপক্ষে ১৮০ জন রোহিঙ্গা শরণার্থী মারা গিয়েছেন বলে জানা গিয়েছে। এখনও নিখোঁজ বহু। তাঁদের সন্ধান চলছে। তাই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে রাষ্ট্রপুঞ্জও। বাংলাদেশের কক্সবাজার থেকে মালয়েশিয়া যাওয়ার জন্য নৌকাটি রওনা হয়েছিল। ২ ডিসেম্বর পাড়ি দেয় নৌকাটি। কিন্তু ৮ ডিসেম্বরের পর থেকে সেই নৌকার কোনও যাত্রীর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি বলে জানিয়েছেন মৃতদের আত্মীয়রা। আন্দামান সাগরে ভয়াবহ নৌকাডুবি। শ্রীলঙ্কার উপকূলবর্তী এলাকায় ঘটেছে দুর্ঘটনা। সূত্রের খবর বাংলাদেশের কক্সবাজার থেকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে নৌকাটি আন্দামান সাগর দিয়ে মালয়েশিয়া যাচ্ছিল। 

বেআইনি ভাবে মালয়েশিয়া যাচ্ছিল নৌকাটি। সেকারণেই ক্ষমতার অতিরিক্ত যাত্রী বোঝাই করা হয়েছিল তাতে। শ্রীলঙ্কা উপকূলের কাছে গিয়ে নৌকাটি ডুবে যায়। শ্রীলঙ্কার উপকূলে মৎস্যজীবীরা নৌকাডুবির কথা জানতে পেরে খবর দেয় উপকূল রক্ষীদের। তাঁরা গিয়ে উদ্ধারকাজ চালায়। ততক্ষণে সমুদ্রে ১৮০ জন শরণার্থী ডুবে গিয়েছেন। সেই নৌকার আর কোনও যাত্রী বেঁচে নেই বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

খবর দ্য ওয়ান ইন্ডিয়া/এনবিএস/২০২২/একে
 

news