কোভিড নিয়ে চিনের মুখে কুলুপ! দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা, জানতে চেয়েও উত্তর পেল না হু

দু’বছর আগের সেই বিভীষিকার ছবি ফিরে এসেছে চিনে। হাসপাতালে উপচে পড়ছে কোভিড সংক্রমিত রোগীর সংখ্যা। শ্মশানে লম্বা লাইন শেষকৃত্য করার। একদিনে প্রায় চার কোটি মানুষ আক্রান্ত হওয়ার খবরও মিলেছে ইতিমধ্যেই। এসবের মাঝে চিনের কাছে কোভিডের ‘প্রকৃত’ তথ্য (China covid data) চাইল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO )।
জানা গেছে, হু-এর প্রতিনিধিরা গতকাল, শুক্রবারই চিনা আধিকারিকদের সঙ্গে দেখা করে সে দেশের বর্তমান কোভিড পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চেয়েছেন। অনুরোধ করেছেন, চিন যাতে সঠিক তথ্য প্রকাশ করে। তাহলেই অন্যান্য দেশ কোভিডের মোকাবিলায় আগে থেকে প্রস্তুতি নিতে পারবে।
চিনের কোভিডচিত্র এখনও সরকারি ভাবে বাকি বিশ্বের কাছে স্পষ্ট করা না হলেও, বহু দেশই চিনের উপর নিষেধাজ্ঞা বসিয়েছে ইতিমধ্যেই। চিন থেকে আসা যাত্রীদের যাতায়াতে নিষেধাজ্ঞা আরোপ করেছে আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতো একাধিক দেশ। এদেশেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চিনের কোনও যাত্রী এ দেশে এলে কোভিড নেগেটিভ সার্টিফিকেট আবশ্যক। 
হু প্রধান টেড্রস অ্যাডানম ঘেব্রিয়েসাস এই প্রসঙ্গে জানান, চিন যদি সঠিক তথ্য সামনে না আনে, তাহলে চিনের বিরুদ্ধে এমন পদক্ষেপই করা স্বাভাবিক গোটা বিশ্বের। কারণ শোনা যাচ্ছে, চিনের কোভিডের থাবায় প্রায় প্রতি দিন বহু মানুষের মৃত্যু হচ্ছে। আক্রান্তও হচ্ছেন অনেকে। কিন্তু বেজিং সে তথ্য গোপন করছে। আনুষ্ঠানিক ভাবে তারা যে রিপোর্ট প্রকাশ করছে, যাতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা অনেক কম, তা ভুয়ো বলেই মনে করা হচ্ছে।
তবে এর পরেও কোভিডের সঠিক তথ্য হু-কে জানায়নি বেজিং। জানা গেছে, কোভিড পরিস্থিতি মোকাবিলার জন্য তারা কী কী পদক্ষেপ করছে, সেসবই হু-এর আধিকারিকদের জানিয়েছে বেজিং। ভবিষ্যতে এ বিষয়ে চিনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়েছে। জানা গেছে, কোভিড রুখতে টিকাকরণ, স্বাস্থ্যবিধি এবং ভাইরাসের প্রজাতি নিয়ে গবেষণার উপর জোর দিচ্ছে বেজিং। কিন্তু শুক্রবারের বৈঠকে চিনের কাছ থেকে হু যা যা জানতে চেয়েছে, এ পর্যন্ত চিনে কোভিডে আক্রান্তের সংখ্যা কত, মৃতের সংখ্যা কত, দৈনিক টিকাকরণের পরিমাণ কী, হাসপাতালের পরিসংখ্যান কত– তার কিছুই বেজিং হু-কে জানায়নি।

 খবর দ্য ওয়ালের /এনবিএস/২০২২/কে

news