ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কের পাশে দাঁড়াবে ন্যাটো

ন্যাটো প্রধান জেনস স্টলটেনবার্গ বলেছেন, তুরস্কের জন্যে ভূমিকম্পের ক্ষতি কাটিয়ে উঠতে মিত্ররা সমর্থন জোগাড় করছে। তিনি বলেন, ‘এই ভয়ঙ্কর ভূমিকম্পের পর আমাদের মিত্র তুরস্কের সঙ্গে পূর্ণ সংহতি প্রকাশ করছে ন্যাটো।’ স্টলটেনবার্গ টুইটারে লিখেছেন, তিনি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান এবং পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুওলু উভয়ের সাথেই যোগাযোগ করছেন।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে এক সাংবাদিক জানান, ভূমিকম্পে ১,৭১০টি ভবন ধসে পড়েছে। ভূমিকম্পটি ৭ কিলোমিটার (৪.৩ মাইল) গভীরতায় হয়েছিল।

এনবিএস/ওডে/সি

news