তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা অর্ধলক্ষ ছাড়াল

চলতি মাসের প্রথম দিকে তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৫০ হাজার ছাড়িয়ে গেছে। সর্বশেষ খবরে একথা জানা গেছে। এর মধ্যে তুরস্কে মারা গেছে ৪৪,২১৮ জন। আর সিরিয়ায় ৫৯১৪ জন। তুরস্কের দুর্যোগ ও জরুরী ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) শুক্রবার একথা জানায়।

গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের দক্ষিণপূর্বাঞ্চলে এবং সিরিয়ার উত্তরপূর্বাঞ্চলে ৭.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। একই দিনে ৭.৬ মাত্রার আরেকটি ভূমিকম্প আঘাত হানে। অঞ্চলটি ৯,০০০ এর বেশি আফটার শকে কেঁপে উঠে।

প্রায় ২ লাখ ৪০,০০০ উদ্ধার কর্মী ও স্বেচ্ছাসেবী দেশটির ১১টি প্রদেশে উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। মারাত্মক ক্ষতিগ্রস্ত অনেক এলাকায় প্রাথমিক পর্যায়ে যাওয়া সম্ভব হয়নি। উদ্ধার তৎপরতা বাড়ার পর সেখানে যাওয়া সম্ভব হওয়ার পর মৃত্যুর সংখ্যা বাড়ছে।

এখন আর কাউকে জীবিত উদ্ধার করার ঘটনা ঘটছে না। তুরস্কের বিধ্বস্ত এলাকা থেকে প্রায় ৫ লাখ ৩০ হাজার মানুষকে উদ্ধার করা সম্ভব নয়।

তুরস্ক সরকার জানায়, ১ লাখ ৭৩ হাজার ভবন বিধ্বস্ত বা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। আর ১৯ লাখ আশ্রয়হীন মানুষকে অস্থায়ীভাবে আশ্রয়কেন্দ্র, হোটেল ও সরকারী স্থাপনায় আশ্রয় দেয়া হয়েছে।


এনবিএস/ওডে/সি

news