ইউক্রেনের জন্য এই মূহুর্তে এফ-১৬ দরকার নেই: বাইডেন

শুক্রবার এবিসি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাতকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন সিদ্ধান্ত জানিয়ে বলেন, আমি নিয়ম বাতলানোর চেষ্টা করছি ভবিষ্যতে  কিভাবে তা কিয়েভের  কাছে হস্তান্তর করা যায়।  

বাইডেন বলেন, এখন ইউক্রেনের বেশী দরকার ট্যাংক, আর্টিলারি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাসহ হিমার্স। আর এগুলো দেশটির প্রতিরক্ষাকে শক্তিশালী করতে ক্রমান্বয়ে পাঠাচ্ছি। গয়ত আগামী বর্ষের মধ্যে প্রক্রিয়াটি শেষ হবে।

অদূর ভবিষ্যতে দেশটিতে এফ-১৬ পাঠানো হবে কিনা  এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দীর্ঘমেয়াদে ইউক্রেনের এটি নাও দরকার হতে পারে।

এনবিএস/ওডে/সি

news