ইউরোপীয় ইউনিয়নের আকাশ পথ ব্যবহারে মস্কোর প্রতি নিষেধাজ্ঞা

সোমবার ইউক্রেন পরিস্থিতির কারণে সংস্থাটি আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে একটি নথি প্রকাশ করেছে।

এতে বলা হয়, দেশটির রেজিষ্টার্ড কোনো সরকারী ও বেসরকারী সংস্থা, ব্যাক্তি মালাকানাধীন বা ভাড়ায় চালানো সকল ধরনের বিমান, পণ্যবাহী কার্গো নিষিদ্ধ ঘোষিত ইউরোপীয় ইউনিয়নের আকাশ পথ ব্যবহার করে উড়ে যাওয়া, চলাচল, উড্ডয়ন ও অবতরণ  করতে পারবেনা।

তবে কোনো দেশে মানবিক কোনো সহায়তা বা ত্রাণ সামগ্রী পৌঁছানোর যদি একান্তই প্রয়োজন হয় সেক্ষেত্রে কর্তৃপক্ষ তার বাস্তবতা পর্যবেক্ষণ করে শিথিল করতে পারে সাময়িক সময়ের জন্য।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি থেকে পুতিন ইউক্রেনের দনবাসে বিশেষ সামরিক অভিযানের ঘোষোণা দেন। রুশ এ নেতার দেশটির ভূখন্ড দখলের কোনো পরিকল্পনা নেই বলেও জানান সেসময়। মূল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল  ইউক্রেনকে অসামরিকরন করা।

প্রতিরক্ষা মন্ত্রী অবশ্য বলেছিলেন, দেশটির সামরিক স্থাপনাগুলোর উপরে আঘাত হানা হলেও কোন বেসামরিক নাগরিকদের জন্য তা হুমকির ছিলনা। ক্ষতি করা হয়নি।  

এনবিএস/ওডে/সি

news