এনবিএস ওয়েবডেস্ক প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম
সাতসকালে হামলা পুলওয়ামায়! প্রকাশ্যে হিন্দু গ্রামবাসীকে গুলি করে মারল জঙ্গিরা
ফের জঙ্গি হামলা জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় (Pulwama)! সাতসকালে এক সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বী ব্যক্তিকে গুলি করে খুন করল জঙ্গিরা (Terrorists shot Hindu Man)।
রবিবার পুলিশের তরফ থেকে টুইট করে হামলার ঘটনার কথা জানানো হয়েছে। সূত্রের খবর, মৃত ব্যক্তির নাম সঞ্জয় শর্মা। তিনি পুলওয়ামার আচান এলাকার বাসিন্দা ছিলেন। তিনি একটি ব্যাঙ্কে নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করতেন। রবিবার সকালে স্থানীয় বাজারে গিয়েছিলেন সঞ্জয় শর্মা। সেই সময় জঙ্গিরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়ে।
গুলি লাগায় গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন।
রবিবার সকালে টুইট করে এই হামলার কথা জানিয়েছে কাশ্মীর জোন পুলিশ। এটি একটি পরিকল্পিত হামলার ঘটনা বলেই দাবি তদন্তকারীদের। পুলিশ আরও জানিয়েছে, গত বছর কাশ্মীরের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর একাধিকবার হামলার ঘটনা ঘটেছিল। তবে গত ৪ মাসে এই প্রথমবার ফের কোনও হিন্দু নাগরিকের উপর হামলা চালাল জঙ্গিরা।
ঘটনার পর থেকে নিরাপত্তাহীনতায় ভুগছেন গ্রামের বাসিন্দা হিন্দুরা। তাঁদের সুরক্ষার জন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে।
খবর দ্য ওয়ালের/এনবিএস/২০২৩/একে