ঢাকা, সোমবার, এপ্রিল ২১, ২০২৫ | ৭ বৈশাখ ১৪৩২
Logo
logo

রাশিয়া আজারবাইজান দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়কবৈঠকে অংশ নিবেন ল্যাভরভ


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০২:০২ পিএম

রাশিয়া আজারবাইজান দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়কবৈঠকে অংশ নিবেন ল্যাভরভ

 রাশিয়া আজারবাইজান দ্বিপক্ষীয় সহযোগিতা বিষয়কবৈঠকে অংশ নিবেন ল্যাভরভ

দেশটির পররাষ্ট্রমন্ত্রী দু’দিনের এক সফরে আজারবাইজানের বাকুতে একটি বাস্তবসম্মত কর্মসূচীর অংশ হিসেবে বৈঠকে অংশ নিতে যাচ্ছে। দেশ দুটির দ্বিপক্ষীয় সহযোগিতার বর্ষপূর্তির মাসেই এটির আয়োজন করা হয়েছে। এর আগে ২০২২ সালের ২২ ফেব্রুয়ারি দু’দেশের মধ্যে সহযোগিতা বিষয়ক চুক্তি স্বাক্ষরিত হয়। তাস

এসময় বৈঠকে আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, পররাষ্ট্রমন্ত্রী জেহুন বায়রামোভও অংশ নিবেন বলে জানানো হয়েছে।

দেশটির নেতৃবৃন্দের সঙ্গে ল্যাভরভ আঞ্চলিক, আন্তর্জাতিক ও দ্বিপক্ষীয় সহযোগিতার খুটিনাটি বিষয়’সহ রাশিয়া, আজারবাইজান ও আরমেনিয়ার সঙ্গে ত্রিপক্ষীয় সহযোগিতার বিষয়েও আলোচনা করা হবে বলে রুশ পরররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া যাকাহরোভা জানিয়েছেন।

এনবিএস/ওডে/সি