ঢাকা, বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ | ১০ বৈশাখ ১৪৩২
Logo
logo

খাদ্য সংকটে কৃষিকাজ নিয়ে উত্তর কোরিয়ার বিরল বৈঠক


এনবিএস ওয়েবডেস্ক   প্রকাশিত:  ২৭ ফেব্রুয়ারী, ২০২৩, ০৫:০২ পিএম

খাদ্য সংকটে কৃষিকাজ নিয়ে উত্তর কোরিয়ার বিরল বৈঠক

 খাদ্য সংকটে কৃষিকাজ নিয়ে উত্তর কোরিয়ার বিরল বৈঠক

সোমবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটির নেতা কিম জং উন কৃষিকাজের উন্নয়নের লক্ষ্য নিয়ে বড় ধরনের একটি রাজনৈতিক সম্মেলন করেছেন। দেশের বাইরের হিসাব থেকে দেখা যায়, উত্তর কোরিয়ার খাদ্য পরিস্থিতি দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। টাইমস অব ইন্ডিয়া

কিছু কিছু অনুমাননির্ভর প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়ায় বেশ কিছু মানুষ খেতে না পেয়ে মারা গেছে। কিন্তু পর্যবেক্ষকরা উত্তর কোরিয়ায় কোনো মৃত্যু বা দুর্ভিক্ষের লক্ষণ দেখতে পাননি। তবে মহামারি সংক্রান্ত ক্ষতি, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এবং অব্যবস্থাপনায় দেশটিতে খাদ্য ঘাটতি ক্রমশ গভীর হচ্ছে।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির এই বৈঠক শুরু হয়েছে রোববার। সিনিয়র পার্টি কর্মকর্তারা রাষ্ট্রীয় লক্ষ্য অনুসারে গত বছরের পরিস্থিতি পর্যালোচনা করে নতুন সময়ে গ্রামীণ বিপ্লব সমাধা করার উদ্যোগ নিয়েছে। প্রতিবেদনে বলা হয়, দলের কেন্দ্রীয় কমিটি খুব দ্রুতই কৃষি বিষয়ে করণীয় নিশ্চিত করবে। বর্তমান জাতীয় অর্থনৈতিক উন্নয়নের জন্য এটা একটা জরুরি বিষয়ও হয়ে উঠেছে।

দলের এই অধিবেশনটি ডাকা হয়েছে শুধু কৃষিকাজ নিয়ে আলোচনা করার জন্য। সোমবারের প্রতিবেদনে অবশ্য এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি। কিন্তু এ মাসের শুরুর দিকে দলের সর্বোচ্চ পলিটব্যুরো থেকে বলা হয়েছে, কৃষি উন্নয়নের জন্য দ্রুত একটা পরিবর্তন প্রয়োজন। বিশ্লেষকরা বলেছেন, দেশটির খাদ্য পরিস্থিতি এখনো ১৯৯০ সালের মতো তীব্র হয়নি।   

এনবিএস/ওডে/সি